Photo Credit: Vivo
এবার ভারতে লঞ্চ হতে চলেছে Vivo কোম্পানীর নতুন কিছু স্মার্ট ফোন। একটি রিপোর্ট অনুসারে, Vivo কোম্পানীর নতুন স্মার্ট ফোন Vivo V40 এবং Vivo V40 Pro এই বছরের আগস্ট মাসে ভারতে লঞ্চ হতে পারে। একদম পাতলা (0.758 cm) স্টাইলিশ ডিজাইনের সাথে সেটিটকে উদ্ভাবন করা হয়েছে। উভয় ক্ষেত্রেই Zeiss-ব্যাকড ক্যামেরা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটিতে 5500 mAh ব্যাটারী থাকতে পারে বলে অনুমান করা যাচ্ছে।এছাড়াও নতুন অ্যান্ড্রয়েড ফোনটিতে বিভিন্ন উন্নত মানের প্রযুক্তি ও ফিচার ব্যাবহার করা হবে বলে আশা করা যাচ্ছে।
Vivo V40 এর পিক্সেল রেজোলিউশন 2,800 x 1,260 এবং রিফ্রেস রেট 120Hz। এটি 4,500 নিট সর্বোচ্চ ব্রাইটনেস সহ একটি 6.78-ইঞ্চি কার্ভড AMOLED স্ক্রিন দ্বারা তৈরী। ফোনটি Android 14 ভিত্তিক FuntouchOS 14-এর দ্বারা তৈরী করার কথা বলা হয়েছে। এটি Adreno 720 GPU এর সাথে যুক্ত যা Snapdragon 7 Gen 3 SoC প্রসেসর দ্বারা চালিত, এই ফোনটির মাধমে 12 GB পর্যন্ত LPDDR4X RAM এবং 512 GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে। এটিতে IP68 রেটেড বিল্ড করা হয়েছে যা জল এবং ধুলো থেকে ফোনটিকে প্রতিরোধ করতে পারবে। Vivo V40 ফোনটির আকার 164.16×74.93×7.5mm এবং ওজন 190gm।
Vivo V40 ডিভাইসটিতে Zeiss optics এর সাথে উন্নত মানের একটি ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, যেটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) আছে। এবং এটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত আরেকটি 50-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটিতে পিছনের ক্যামেরা সিস্টেমের সাথে একটি Aura লাইট ইউনিট রয়েছে। সেলফি তোলার জন্য ফোনটিতে সামনের দিকে 50-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Vivo কোম্পানীর নতুন Vivo V40 ফোনটি ফার্স্ট চার্জিং সমর্থন করে। এটিতে 80W তারযুক্ত, একটি 5,500 mAh ব্যাটারী সংযুক্ত করা রয়েছে।
এটিতে 5g সাপোর্ট সহ ডুয়াল সিমসেট স্থাপন করা হয়েছে।এই স্মার্ট ফোনটিতে সংযোগ স্থাপনের জন্য WiFi 6, ব্লুটুথ 5.4, এনএফসি, জিপিএস, এবং চার্জিং-এর জন্য ইউএসবি টাইপ সি পোর্ট এর সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন