7300mAh-ব্যাটারীর সাথে লঞ্চ হয়ে গিয়েছে Vivo Y300 Pro+

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 2 এপ্রিল 2025 21:33 IST
হাইলাইট
  • Vivo Y300 Pro+ফোনটিতে একটি 32-মেগাপিক্সেলের সেলফি শুটার আছে
  • উভয় হ্যান্ডসেটই Android 15-ভিত্তিক Origin OS 5-দ্বারা চালিত
  • Vivo Y300t-ফোনটি 44W-তারযুক্ত দ্রুত এবং বিপরীত চার্জিং ব্যবস্থাকে সমর্থ

Vivo Y300 Pro+ মাইক্রো পাউডার, সিম্পল ব্ল্যাক এবং স্টার সিলভার (অনুবাদিত) রঙে পাওয়া যাবে

Photo Credit: Vivo

চীনে বিগত সোমবার Vivo Y300 Pro+ লঞ্চ হয়েছে।ফোনটি 90W-এর দ্রুত-চার্জিং সমর্থিত 7300mAh-ব্যাটারী এবং 12-জিবি RAM সহ Snapdragon 7s Gen 3 চিপসেট পেয়েছে। পাশাপাশি কোম্পানি Vivo Y300t-হ্যান্ডসেটটির উন্মোচন ঘটিয়েছে, যেটি 44W-দ্রুত চার্জিং সমর্থিত একটি 6,500mAh-ব্যাটারী এবং MediaTek Dimensity 7300 SoC নিয়ে এসেছে। উভয়-স্মার্টফোনেই 50-মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এবং এগুলো Android 15-ভিত্তিক Origin OS 5-দ্বারা চালিত।Vivo Y300 Pro+ এবং Vivo Y300t-এর দাম ও উপলব্ধতা:চীনে Vivo Y300 Pro+এর 8-জিবি+128-জিবি বিকল্পের দাম CNY1,799 (প্রায় 21,200 টাকা), যেখানে 8-জিবি+256জিবির দাম CNY1,999 (প্রায় 23,500 টাকা)। অন্যদিকে 12জিবি +256-জিবি, 12-জিবি+512-জিবি বিকল্পগুলির দাম যথাক্রমে CNY 2,199 (প্রায় 25,900টাকা) এবং CNY 2,499 (প্রায় 29,400 টাকা)। দেশে বর্তমানে ফোনটি অফিসিয়াল ই-স্টোরে প্রী-অর্ডার করা যাচ্ছে এবং আগামী 3ই এপিল থেকে এটির বিক্রি শুরু হবে। এটি মাইক্রো-পাউডার, সিম্পল ব্ল্যাক এবং স্টার-সিলভার (চিনা ভাষা থেকে অনুবাদিত) রঙের বিকল্পে উপলব্ধ হবে।

অন্যদিকে Vivo Y300t-ফোনটির 8-জিবি+128-জিবি বিকল্পটির দাম CNY1,199 (প্রায় 14,100 টাকা), 8+256-জিবি, 12+256-জিবি, 12+512-জিবি কনফিগারেশনগুলির দাম যথাক্রমে CNY1,299(প্রায় 15,300টাকা), CNY1,499 (প্রায় 17,600টাকা), CNY1,699 (প্রায় 20000টাকা)। দেশে এটি অফিসিয়াল-ওয়েবসাইট এবং কিছু বাছাইকোরা অনলাইন খুচরো প্ল্যাটফর্মে কেনা যাচ্ছে। হ্যান্ডসেটটি ব্ল্যাক-কফি, ওশন-ব্লু এবং রক-হোয়াইট (চিনা ভাষা থেকে অনুবাদিত) শেডে এসেছে।

Vivo Y300 Pro+এর ফিচার এবং স্পেসিফিকেশন:

Vivo Y300 Pro+ফোনটিতে একটি 6.77ইঞ্চির full-HD+ (1080×2392পিক্সেল) AMOLED স্ক্রিন আছে, যেটির রিফ্রেশ রেট 120Hz,এটি সর্বোচ্চ 5000নিট পর্যন্ত উজ্জ্বলতা লেভেল এবং এটিতে HDR10+এর সমর্থন আছে। হ্যান্ডসেটটিতে অক্টা-কোর Snapdragon 7s Gen 3-চিপসেটের সাথে 12জিবি LPDDR4X RAM ও 512-জিবি পর্যন্ত UFS 2.2-স্টোরেজ যুক্ত করা আছে। এটি Android 15-ভিত্তিক Origin OS 5-দ্বারা চালিত।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে OIS-সমর্থিত প্রধান একটি 50-মেগাপিক্সেলের Sony LYT-600-সেন্সর আছে,পাশাপাশি এটিতে একটি 2-মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এটিতে একটি 32-মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। ক্যামেরা ইউনিটটিতে একটি Aura লাইট ফিচার আছে। এটি AI-ইমেজিং টুলের পাশাপশি লাইভ-ফটোগুলিকে সমর্থন করে।

এটিতে 90W-দ্রুত চার্জিং সমর্থিত এবং 7.5W-এর OTG বিপরীত চার্জিং সমর্থিত একটি 7,300mAh-ব্যাটারী দ্বারা চালিত। সংযোগের ক্ষেত্রে এটিতে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, ব্লুটুথ-5.2, GPS, GLONASS, Beidou, NFC এবং একটি USB Type-C-পোর্ট দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লেতে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Vivo Y300t-এর ফিচার এবং স্পেসিফিকেশন:

Vivo Y300t-ফোনটিতে 120Hz রিফ্রেশ-রেটের সাথে একটি 6.72-ইঞ্চির full-HD+(1080×2408-পিক্সেল)LCD-স্ক্রিন আছে এবং এটি সর্বোচ্চ উজ্জ্বলতা-লেভেল 1050নিট। স্মার্টফোনটি 12জিবি LPDDR4X RAM এবং 512জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সাথে MediaTek Dimensity 7300 SoC-এর সাথে এসেছে।এটি Android 15-ভিত্তিক Origin OS 5-দ্বারা চালিত।

ক্যামেরার ক্ষেত্রে এটিতে EIS-সমর্থিত একটি 50মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং 2-মেগাপিক্সেলের ডেপ্থ-সেন্সর আছে,পাশাপাশি এটিতে একটি 8-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

হ্যান্ডসেটটিতে 44W-তারযুক্ত দ্রুত-চার্জিং এবং বিপরীত-চার্জিং সমর্থিত একটি 6,500mAh-ব্যাটারী দ্বারা চালিত।ফোনটির পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।এটি ব্লুটুথ 5.4 ছাড়া পূর্বের স্মার্টফোনের মত একই সংযোগ ব্যবস্থা বহন করে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে 15,500 টাকা ডিসকাউন্ট, Realme GT 7 Pro এত সস্তা আর হবে না!
  2. OnePlus Ace 6 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, বড় চমক হতে পারে 7,800mAh ব্যাটারি
  3. 23 অক্টোবর লঞ্চ হবে Redmi K90 Pro Max, জিন্সের মতো ডিজাইন ও Bose-এর সাউন্ডে মাতাবে বাজার
  4. OnePlus 15 ঝড় তুলতে লঞ্চ হচ্ছে 27 অক্টোবর, এই বছরের সেরা স্মার্টফোন?
  5. 1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা
  6. Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  8. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  9. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  10. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.