Vivo Y500i is backed by a 7,200mAh battery
Photo Credit: Vivo
Vivo Y500i চুপিচুপি লঞ্চ হয়েছে। বর্তমানে স্মার্টফোন বিক্রির নিরিখে ভারতে শীর্ষস্থানে অধিকার করে আছে ভিভো। চাইনিজ সংস্থাটি তাদের হোম মার্কেটেও সমান জনপ্রিয়। নতুন ফোনের প্রধান আকর্ষণ হল 7,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি। এটি দ্রুত চার্জ হওয়ার জন্য 44 ওয়াট (W) ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে এসেছে। Vivo Y500i মডেলে রয়েছে IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 10x ডিজিটাল জুম, 5G কানেক্টিভিটি, ডুয়াল ব্যান্ড Wi-Fi, 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, CMOS ক্যামেরা সেন্সর, ইত্যাদি। চলুন এই নতুন ফোনের খুঁটিনাটি ও দাম জেনে নেওয়া যাক।
ভিভো ওয়াই500আই ফোনের সামনে একটি 6.75 ইঞ্চি এলসিডি স্ক্রিন রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 16.7 মিলিয়ন কালার, এবং HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) সাপোর্ট করে। স্মার্টফোনে Android 16 নির্ভর Origin OS 6 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা আছে। সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।
ভিভোর নতুন স্মার্টফোনে Snapdragon 4 Gen 2 চিপ ব্যবহার করা হয়েছে। এই এন্ট্রি লেভেল 5G প্রসেসর 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত। এটি 2.2 গিগাহার্টজ ক্লক স্পিডের একজোড়া পারফরম্যান্স কোর এবং 1.95 গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি এফিসিয়েন্সি কোর নিয়ে গঠিত। চিপসেটের সাথে সর্বোচ্চ 12 জিবি র্যাম, 512 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ, ও Adreno 613 GPU যুক্ত রয়েছে।
Vivo Y500i সিঙ্গেল ক্যামেরা সেটআপ পেয়েছে। এতে f/1.8 অ্যাপারচার-যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 5 মেগাপিক্সেল (f/2.2 অ্যাপারচার) ক্যামেরা উপস্থিত। ডিভাইসটি 1080p রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,200mAh ব্যাটারি, যা 44W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Vivo Y500i চাইনিজ মার্কেটে 12 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,499 ইউয়ান (প্রায় 19,000 টাকা) ও 1,799 ইউয়ান (প্রায় 26,000 টাকা)।
অন্য দিকে, 8 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য যথাক্রমে 1,999 ইউয়ান (প্রায় 26,000 টাকা, 1,999 ইউয়ান, এবং 2,199 ইউয়ান (প্রায় 28,000 টাকা) রাখা হয়েছে। ভিভোর এই ফোন চীনে তিনটি কালার অপশনে বিক্রি হবে — গ্যালাক্সি সিলভার, ফিনিক্স ওয়েলকামস গোল্ড, এবং অবসিডিয়ান ব্ল্যাক। হ্যান্ডসেটটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.