Vivo Z5 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এর সাথেই থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ, Snapdragon 712 চিপসেট আর 8GB পর্যন্ত RAM।
Vivo Z5 ফোনে রয়েছে FHD+ AMOLED ডিসপ্লে
বুধবার মিডরেঞ্জ সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Vivo। নতুন Vivo Z5 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এর সাথেই থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ, Snapdragon 712 চিপসেট আর 8GB পর্যন্ত RAM। কম আলোতে দুর্দান্ত ছবি তোলার জন্য এই ফোনের ক্যামেরায় বিশেষ নাইট মোড ব্যবহার করেছে Vivo। আপাতত শুধুমাত্র চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। ভারতে কবে Vivo Z5 লঞ্চ হবে জানা যায়নি।
চিনে Vivo Z5 এর দাম শুরু হচ্ছে 1,598 ইউয়ান (প্রায় 16,000 টাকা থেকে)। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন কিনতে 1,898 ইউয়ান (প্রায় 19,000 টাকা) খরচ হবে। 6GB RAM + 256GB স্টোরেজের দাম 1,998 ইউয়ান (প্রায় 20,000 টাকা)। টপ ভেরিয়েন্টে Vivo Z5 কেনার খরচ 2,298 ইউয়ান (23,000 টাকা)। টপ ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 256GB স্টোরেজ।
ডুয়াল সিম Vivo Z5 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Z5 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল সেন্সর।
কানেক্টিভিটির জন্য Vivo Z5 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB। ফোনে ভিতরে থাকছে 4,500 mAh ব্যাটারি আর 22.5W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation
Spider-Like Scar on Jupiter’s Moon Europa Could Indicate Subsurface Salty Water
Wake Up Dead Man: A Knives Out Mystery Now Streaming on Netflix: Everything You Need to Know