30 সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে স্মার্টফোন বিক্রিতে ভারতে এক নম্বর স্থান অধিকার করেছে Xiaomi। এই তিন মাসে মোট 1.17 কোটি স্মার্টফোন বিক্রি করেছে চিনের কোম্পানিটি। ভারতের স্মার্টফোন বাজারের 27.3 শতাংশ দখল করে রয়েছে Xiaomi। ভারতের স্মার্টফোন বাজারে দুই নম্বরে রয়েছে Samsung। বৃহস্পতিবার আন্তর্জাতিক তথ্য সংস্থা এই তথ্য প্রকাশ করেছে।
আরও পড়ুন: এক হাজার টাকা সস্তা হল এই তিনটি Xiaomi স্মার্টফোন
বৃহস্পতিবার প্রকাশিত এই রিপোর্টে জানা গিয়েছে ভারতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে স্মার্টফোন বিক্রি। 2018 সালের জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর সামে ভারতে মোট 4.26 কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে। যা গত বছরের থেকে 9.1 শতাংশ বেশি। স্মার্টফোনের সাথেই ভারতে চুটিয়ে বিক্রি হচ্ছে ফিচারফোন।
আরও পড়ুন: আগামী সপ্তাহে এই ওয়েবসাইট থেকে কেনা যাবে Xiaomi Redmi Note 6 Pro
ভারতে উৎসবের মরশুমের আগে একাধিক ই-কমার্স ওয়াবসাইটে সেলের সাফল্য ভারতে স্মার্টফোন বিক্রিকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে। সম্প্রতি ডলারের তুলনায় টাকার দাম কমছে হু হু করে। তাই দীপাবলীর পরেই Xiaomi ও Realme স্মার্টফোনের দাম বাড়িয়েছে। এছাড়াও Xiaomi স্মার্ট টিভি ও পাওয়ার ব্যাঙ্কের দাম বেড়েছে।
লঞ্চের সময় 16GB স্টোরেজে Redmi 6A ফোনের দাম ছিল 5,999 টাকা। 600 টাকা দাম বেড়ে এখন Redmi 6A কিনতে খরচ হবে 6,599 টাকা। 32GB স্টোরেজে Redmi 6A ফোনের দাম 6,999 টাকা থেকে বেড়ে হয়েছে 7,499 টাকা।
তবে Redmi 6 ফোনের একটি ভেরিয়েন্টের দাম বেড়েছে। 500 টাকা দাম বেড়ে 32GB স্টোরেজে Redmi 6 ফোনের দাম বেড়ে হয়েছে 8,499 টাকা। তবে টপ ভেরিয়েন্টে 64GB মডেলের দাম 9,499 টাকা থেকে বাড়েনি।
8,990 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল Realme 2। দাম বাড়ার পরে 3GB RAM আর 32GB স্টোরেজের Realme 2 কিনতে 9,499 টাকা খরচ হবে। তবে 4GB RAM ভেরিয়েন্ট এখনো 10,990 টাকায় পাওয়া যাবে।
অন্যদিকে সেপ্টেম্বর মাসে 6,999 টাকায় লঞ্চ হয়েছিল Realme C1। এবার সেই ফোনের দাম এক হাজার টাকা বেড়ে হল 7,999 টাকা। তবে আগের দামে বিক্রি হচ্ছে Realme 2 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন