সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে ভারতে স্মার্টফোন বাজারে এক নম্বর স্থানে রয়েছে Xiaomi। এই খবর আসার পরেই তিনটি জনপ্রিয় স্মার্টফোনের দাম 1,000 টাকা কমালো চিনের কম্পানিটি। শুক্রবার Redmi Note 5 Pro, Redmi Y2 আর Mi A2 ফোনের দাম 1,000 টাকা করে কমিয়েছে Xiaomi। এই তিনটি ফোনের দাম কমানোর ঘোষণা করেন কোম্পানি গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন। যন্ত্রাংশের দাম কমায় এই তিনটি স্মার্টফোন তৈরীর খরচ কমেছে। সেই কারনেই ফোনের দাম কমানো হল বলে জানিয়েছে বেজিং এর কোম্পানিটি।
আরও পড়ুন: জনপ্রিয়তায় ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে Xiaomi
1,000 টাকা দাম কমার পরে Redmi Note 5 Pro 4GB RAM + 64GB স্টোরেজে কিনতে খরচ হবে 13,999 টাকা। 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 15,999 টাকা।
আরও পড়ুন: আগামী সপ্তাহে এই ওয়েবসাইট থেকে কেনা যাবে Xiaomi Redmi Note 6 Pro
দাম কমে ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম হয়েছে 15,999 টাকা। তবে এখনই এই ফোনের 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 18,999 য়াকা। চারটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Mi A2।
ভারতে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Redmi Y2 এর দাম 9,999 টাকা। অন্যদিকে Redmi Y2 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমে হয়েছে 11,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন