Qualcomm Snapdragon Tech Summit 2019 ইভেন্টের প্রথম দিনেই তিনটি নতুন চিপসেট লঞ্চ করেছে Qualcomm। আগামী বছরের শুরুতেই এই চিপসেটগুলি ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ শুরু হবে। এই অনুষ্ঠান থেকে Xiaomi সহ প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান লিন বিন জানিয়েছেন Mi 10 ফোনে Snapdragon 865 চিপসেট ব্যবহার হবে। তিনি জানিয়েছেন শীঘ্রই এই স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। বিন আরও বলেন আগামী সপ্তাহে লঞ্চ হবে Redmi K30। সেই ফোনে Snapdragon 765 চিপসেট ব্যবহার হবে।
যদিও Mi 10 ফোন সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেননি বিন। শীঘ্রই এই ফোন লঞ্চের খবর ছাড়া তিনি জানিয়েছেন Mi 10 ফোনে Qualcomm এর নতুন ফ্ল্যাগশিপ Snapdragon 865 চিপসেট ব্যবহার হবে। Mi 10 ফোনের সাথেই লঞ্চ হবে Mi 10 Pro।
অন্যদিকে 10 ডিসেম্বর চিনে লঞ্চ হবে Redmi K30। এই ফোনে Snapdragon 765 চিপসেট ব্যবহার হবে। মঙ্গলবার এই চিপসেট লঞ্চ করেছে Qualcomm। এই প্রথম 5G কানেক্টিভিটি সহ মিডরেঞ্জ চিপসেট লঞ্চ করল মার্কিন কোম্পানিটি।
মঙ্গলবার 5G কানেক্টিভিটি সহ তিনটি নতুন চিপসেট লঞ্চ করল Qualcomm। ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ হয়েছে নতুন Snapdragon 865 চিপসেট। Snapdragon 855 আর Snapdragon 855+ চিপসেটের উত্তরসূরি Snapdragon 865 চিপসেটে থাকছে X55 5G মোডেম সাপোর্ট। আগের থেকে 25 গুণ দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেস করতে পারবে Snapdragon 865। 2020 সালের শুরুতে Xiaomi, Oppo ও ZTE ফ্ল্যাগশিপ ফোনে এই চিপসেট ব্যবহার হবে।
ফ্ল্যাগশিপ চিপসেট ছাড়াও মঙ্গলবার 5G কানেক্টিভিটি সহ দুটি নতুন মিডরেঞ্জ চিপসেট লঞ্চ করেছে মার্কিন কোম্পানিটি। এই চিপসেট দুটি হল Snapdragon 765 আর Snapdragon 765G।
হাওয়াইয়ের মাউইতে Qualcomm Snapdragon Tech Summit 2019 ইভেন্টে যোগ দিতে Gadgets 360 প্রতিনিধির বিমান ভাড়া ও হোটেলের খরচ বহন করেছে Qualcomm।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন