নতুন Bluetooth হেডসেট লঞ্চ করলো Xiaomi

বার নিজেদের লেটেস্ট Bluetooth হেডসেট লঞ্চ করলো Xiaomi। চিনে নতুন এই হেডসেট লঞ্চ করেছে Xiaomi। চিনে কোম্পানির নতুন এই হেডসেটের দাম প্রায় 3,200 টাকা।

নতুন Bluetooth হেডসেট লঞ্চ করলো Xiaomi

কোম্পানি দাবি করেছে এই ব্যাটারির মাধ্যমে 10 ঘন্টা একটানা গান শুনতে পারবেন Mi Bluetooth হেডসেটের গ্রাহকরা

হাইলাইট
  • চিনে নতুন এই হেডসেট লঞ্চ করেছে Xiaomi
  • চিনে কোম্পানির নতুন এই হেডসেটের দাম 299 ইউয়ান
  • সেই দেশে এই ডিভাইসের প্রি অর্ডারশুরু হয়ে গিয়েছে
বিজ্ঞাপন

গত মাসেই Xiaomi ঘোষনা করেছিল নিজেদের Bluetooth ইয়ারফোন। এবার নিজেদের লেটেস্ট Bluetooth হেডসেট লঞ্চ করলো Xiaomi। চিনে নতুন এই হেডসেট লঞ্চ করেছে Xiaomi। চিনে কোম্পানির নতুন এই হেডসেটের দাম 299 ইউয়ান (প্রায় 3,200 টাকা)। aptX লসলেস ট্রান্সমিশান 40mm ডাইনামিক ড্রাইভার, Bluetooth 4.1 এর মতো ফিচারগুলি রয়েছে Xiaomi র লেটেস্ট হেডসেটে। শুধুমাত্র কালো ভেরিয়েন্টেই পাওয়া যাচ্ছে নতুন এই ডিভাইস। আপাতত চিনে এই ডিভাইসের প্রি অর্ডারশুরু হয়ে গিয়েছে।

Xiaomi Bluetooth হেডসেটের ইয়ারপ্যাডগুলি ফিফ্লেকটিভ ডিজাইনে তৈরী। নরম PU মেটিরিয়াল দিয়ে তৈরি এর কভারগুলি। যদিও নতুন এই Bluetooth হেডসেটের হেডব্যান্ডটি সিলিকন দিয়ে তৈরী। যা এই হেডিসেটকে দেবে প্রিমিয়াম লুক। এছাড়াও Xiaomi র নতুন হেডসেটের পাশে রয়েছে একাধিক কন্ট্রোল বাটন। এই কন্ট্রোল বাটনগুলির মাধ্যমেই গান শোনার সময় আপনি ফোন রিসিভ করা, বা গান বদলাতে পারবেন। এছাড়াও এই হেডসেটে আছে একটি ইন বিল্ট ভয়েস অ্যাসিস্টেন্ট। হেডসেটের পাশের এই কন্ট্রোল বাটন প্রেস করেই অ্যাকটিভ করা যাবে এই হেডসেটের ইন বিল্ট ভয়েস অ্যাসিস্টেন্ট। এছাড়াও এই হেডসেটে আছে একটি ভলিউম কন্ট্রোল বাটন।

নতুন Mi Bluetooth হেডসেটে রয়েছে ডুয়াল মাইক নয়েজ রিডাকশান সিস্টেম। আর রয়েছে একটি 400 mAh ব্যাটারি। কোম্পানি দাবি করেছে এই ব্যাটারির মাধ্যমে 10 ঘন্টা একটানা গান শুনতে পারবেন Mi Bluetooth হেডসেটের গ্রাহকরা। হেডসেটটি চার্জ করার জন্য বাক্সের মধ্যেই থাকবে একটি কেবল। এই কেবল দিয়ে পাত্র 2.5 ঘন্টায় ফুল চার্জ করে নেওয়া যাবে হেডসেটটি। Mi Bluetooth হেডসেট এর ওজন 235 গ্রাম।

গত মাসেই Xiaomi ঘোষনা করেছিল নিজেদের Bluetooth ইয়ারফোন। এই ইয়ারফোনে আছে কলার ডিজাইন, দুটি দাইনামিক কয়েল, এর সাথেই আছে ট্রাই ব্যান্ড ইকুয়ালাইজেশান। Mi Bluetooth ইয়ারফোনে 20Hz থেকে 20kHz পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্য সাপোর্ট করে। এছাড়াও Mi Bluetooth ইয়ারফোনে আছে CSR 8645 Bluetooth চিপ। এই চিপ হাই কোয়ালিটি AAC অডিও কোডিং টেকনোলজি সাপোর্ট করে। 


 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. প্রিমিয়াম ফোনের বাজার কাঁপাবে iQOO 15, থাকবে দুর্ধর্ষ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর
  2. 165Hz স্ক্রিন ও Snapdrgon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে বাজার কাঁপাতে আসছে OnePlus 15
  3. 50MP সেলফি ক্যামেরা, 7,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Xiaomi 17 Pro ও 17 Pro Max, সামনে-পিছনে দু'দিকই ডিসপ্লে!
  4. Apple-এর ঘুম কেড়ে লঞ্চ হল Xiaomi 17, ক্যামেরা ও ফিচার্সে iPhone 17-কে টেক্কা
  5. টাচ করলেই পাল্টাবে ডিজাইন! অবিশ্বাস্য ফিচার নিয়ে হাজির Oppo Reno 14 5G Diwali Edition
  6. ভিডিও আর দেখা যাচ্ছে না, YouTube-এর নতুন নিয়মের গেরোয় ভুক্তভোগী ইউজাররা
  7. ফোনকে দেবে চার্জ, বিশাল 12,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Pad 2 Pro ট্যাব
  8. সবচেয়ে সস্তায় 72 দিনের প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা
  9. 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং ও দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল স্টাইলিশ Oppo A6 Pro স্মার্টফোন
  10. 6,500mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দারুণ 5G স্মার্টফোন আনল Vivo
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »