Redmi 4A ফোনে MIUI 10 গ্লোবাল স্টেবেল আপডেটের পরে এবার Redmi 3S, Redmi 3S Prime আর Redmi 4 ফোনে পৌঁছে গেল MIUI 10 গ্লোবাল স্টেবেল আপডেট। সম্প্রতি MIUI ফোরামে এই তিনটি স্মার্টফোনে লেটেস্ট MIUI আপডেট পৌঁছানোর খবর জানিয়েছে Xiaomi। এই তিন ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে MIUI 10 স্কিন ডেভেলপ হয়েছে। নতুন ইউজার ইন্টারফেস, ফুল স্ক্রিন ডিজাইন, ন্যাচারাল সাউন্ড সিস্টেম, নতুন সিস্টেম অ্যাপ সহ এই তইনটি ফোনের MIUI 10 এ থাকছে আকর্ষনীয় সব ফিচার।
ফোরাম পোস্টে Xiaomi জানিয়েছে Redmi 3S আর Redmi 3S Prime ফোনে MIUI 10 Global Stable ROM V10.1.1.0.MALMIFI ভার্সান পৌঁছে যাবে। অন্যদিকে Redmi 4 ফোনে আসছে MIUI 10 Global Stable ROM V10.1.1.0.NAMMIFI আপডেট।
OTA আপডেটের মাধ্যমে এই আপডেট পৌঁছাবে। আপডেট করার সময় WIFI কানেকশানের সাথে যুক্ত থাকার পরামর্শ দিয়েছে Xiaomi। এছাড়াও আপডেট শুরু করার আগে ফোনের ব্যাটারিতে 80 শতাংশ বা তার বেশি চার্জ থাকা বাধ্যতামুলক।
নিজের ফোনে Settings > About phone > System updates > Check for updates এ গিয়ে এই আপডেট করতে বপারবেন। এছাড়াও ফাস্টবুট রম লিঙ্ক দিয়েছে Xiaomi।
ফাস্টবুট রম লিঙ্ক
রিকভারি রম লিঙ্ক
তবে ফোনের সম্পূর্ণ ব্যাক আপ নিয়ে তবেই এই আপডেট শুরু করা উচিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন