Poco দ্বারা উপস্থাপিত হয়েছে 5g সমৃদ্ধ এক নতুন ট্যাবলেট Poco Pad 5G

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 2 সেপ্টেম্বর 2024 13:53 IST
হাইলাইট
  • Poco Pad 5G ট্যাবটি Snapdragon 7s Gen 2 SoC প্রসেসর দ্বারা চালিত
  • ট্যাবলেটটিতে একটি 8-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে
  • নতুন ট্যাবটি 33W চার্জিং সহ 10,000mAh ব্যাটারি দ্বারা নির্মিত

Photo Credit: Poco

ভারতে বিগত শুক্রবার poco কোম্পানী লঞ্চ করেছে তাদের একটি নতুন ট্যাব Poco Pad 5g। ট্যাবটি কোয়ালকম Snapdragon 7s Gen 2 SoC প্রসেসর দ্বারা নির্মিত হয়েছে। এবং এটি অ্যানড্রয়েড 14 ভিত্তিক HyperOs সফ্টওয়্যার দ্বারা চালিত। এটিতে গরিলা গ্লাসের সুরক্ষা সহ 12.1 ইঞ্চি LCD স্ক্রিন আছে।কোয়াড স্পীকার যুক্ত করা হয়েছে। এটি ডলবি ভিশনের পাশাপশি ডলবি অ্যাটমোস দ্বারা সমর্থিত।

ট্যাবটিতে 33W এর দ্রুত চার্জিংএর সমন্বয়ে একটি 10,000 mAh ব্যাটারী আছে।
Poco কোম্পানীর ট্যাবটি ও স্মার্ট পেনটি এবং কীবোর্ডটি IP52 রেটিং সহ নির্মিত।

ভারতে Poco প্যাড 5g এর দাম এবং উপলব্ধতা:

ভারতে Poco Pad 5gট্যাবটির  8GB RAM সহ 128GB স্টোরেজ বিকল্পের জন্য দাম 23,999 টাকা। এবং 8GB RAM + 256GB স্টোরেজ সমৃদ্ধ বিকল্পের দাম 25,999 টাকা। 

ভারতের বাজারে নতুন ট্যাবলেটটি কোবাল্ট নীল রঙের এবং পেস্তা সবুজ রঙের বিকল্পে উপলব্ধ।

আগামী 27 সে আগস্ট ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12 টার পর থেকে এই ট্যাবটির বিক্রয় শুরু হবে।
গ্রাহকরা এটি ফ্লিপকার্ট এর মাধ্যমে কিনতে পারবেন। শুধুমাত্র প্রথম দিনের বিক্রয়ের জন্য কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছে যেসব গ্রাহকরা SBI,HDFC,ICICI ব্যাংকের কার্ডের মাধ্যমে ট্যাবটি কিনবেন তারা 3000 টাকা পর্যন্ত ছাড় পাবেন।এছাড়াও ছাত্রছাত্রীরা 1000 টাকা পর্যন্ত ছাড়ে এটি কিনতে পারবে।

Poco প্যাড 5g ট্যাবটির বৈশিষ্ট্য, স্পেসিফিকেশন:

Poco Pad 5gট্যাবটি snapdragon 7s Gen 2 SoC প্রসেসর দ্বারা চালিত। এটিতে অ্যানড্রয়েড 14 ভিত্তিক HyperOs সফ্টওয়্যার নির্মিত করা হয়েছে। ট্যাবলেটটি 8GB, LPDDR4X RAM যুক্ত এবং  256GB UFS 2.2 অনবোর্ড স্টোরেজ সমৃদ্ধ।এছাড়াও ট্যাবটির স্টোরেজটি 1.5 TB microSD কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে।

ট্যাবটিতে একটি 12.1 ইঞ্চি 2k LCD স্ক্রিন আছে। যেটির রিফ্রেস রেট 120Hz,আকৃতির অনুপাত 16.10 এবং এটি সর্বোচ্চ 600 nits পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করে থাকে। ডিসপ্লেটিকে টিউভি রাইনল্যান্ড এর ট্রিপল সার্টিফিকেশন এবং কর্নিং গরিলা গ্লাসের সমন্বয়ে সুরক্ষিত করা হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ট্যাবটিতে একটি ফ্ল্যাশ লাইটের সমন্বয়ে একটি 8 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে। সামনের ক্যামেরার ক্ষেত্রেও এটিতে 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

Advertisement

Poco Pad 5gট্যাবটিতে জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং নির্মিত করা হয়েছে।এছাড়াও এটিতে একটি কোয়াড মাইক,দুটি মাইক্রোফোন এবং 3.5মিমি হেডফোন জ্যাক আছে। এছাড়াও ট্যাবটিতে ডলবি অ্যাটমোস এবং ডলবি ভিশন যুক্ত করা হয়েছে।

ট্যাবটি 33W এর দ্রুত চার্জিংএর সাথ একটি 10,000 mAh ব্যাটারী দ্বারা চালিত। এছাড়াও সংযোগের জন্য ট্যাবটিতে USB Type-C পোর্ট, WiFi 6,GPS এবং ব্লুটুথ 5.2 যুক্ত করা হয়েছে। ট্যাবটির পরিমাপ 280.0 x 181.85 x 7.52মিমি এবং ওজন 568 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,300mAh ব্যাটারির সঙ্গে OnePlus Ace 6T ডিসেম্বর 3 লঞ্চ হচ্ছে, থাকছে 165Hz ডিসপ্লে
  2. Realme C85 5G কাল ভারতে আসছে, এত সস্তায় 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির ফোন বিশ্বাস হবে না
  3. Oppo A6x স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে
  4. বাজেট ফোন Redmi 15C 5G ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, দাম কত হবে জেনে নিন
  5. Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে বাজারে আসছে, DSLR যুগ কি শেষ?
  6. Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল
  7. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  8. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
  9. Realme P4x ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, থাকবে 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি, 120 FPS-এ গেম খেলা যাবে
  10. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.