Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল

Nothing Phone 3a Lite হল Nothing Phone 3a সিরিজের তৃতীয় মডেল ও সবচেয়ে বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন।

Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল

Photo Credit: Nothing

Nothing Phone 3a Lite features a triple rear camera setup

হাইলাইট
  • Nothing Phone 3a Lite ট্রিপল ব্যাক ক্যামেরার সঙ্গে এসেছে
  • স্মার্টফোনটি ট্রান্সপারেন্ট ডিজাইন ও গ্লিফ লাইট অফার করে
  • Nothing Phone 3a Lite তিনটি মেজর Android OS আপগ্রেড পাবে
বিজ্ঞাপন

Nothing Phone 3a Lite বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। এটি Nothing Phone 3a সিরিজের তৃতীয় মডেল ও সংস্থার সবচেয়ে কম দামের ফোন (CMF সাব-ব্র্যান্ড বাদে)। এই মিড-রেঞ্জ মোবাইলে MediaTek Dimensity 7300 Pro প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিজাইন কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল, Phone 3 থেকে অনুপ্রাণিত। ডিভাইসটি নাথিং-এর ইউনিক ট্রান্সপারেন্ট ডিজাইন ও স্মার্ট লুকসকে নতুনভাবে উপস্থাপন করেছে। Nothing Phone 3 এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে গ্লিফ লাইট, AI-চালিত টুলস, IP54-স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা, রিভার্স চার্জিং, 4K ভিডিও রেকর্ডিং, 16 জিবি পর্যন্ত র‍্যাম (ফিজিক্যাল + ভার্চুয়াল), ইত্যাদি।

Nothing Phone 3a Lite ডিসপ্লে

নাথিং ফোন 3এ লাইট 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক এইচডিআর ব্রাইটনেস, 387 পিপিআই পিক্সেল ডেনসিটি, এবং FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল) সাপোর্ট করে। 10-বিট কালার ডেপথের কারণে ডিসপ্লেটি একসাথে 1.07 বিলিয়ন কালার রঙ প্রদর্শন করতে পারে। 2,160 হার্টজ PWM ডিমিং ফ্লিকার কমাতে সাহায্য করে, ফলে চোখের ক্লান্তি বা চাপ হ্রাস পাবে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Nothing Phone 3a Lite ক্যামেরা 

নাথিং-এর নতুন ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), f/1.88 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল 1/1.57 ইঞ্চি Samsung প্রাইমারি, ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। ফোনের সামনে হোল-পাঞ্চ কাটআউটে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরা 30 FPS-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম৷ 

Nothing Phone 3a Lite প্রসেসর ও ব্যাটারি

Nothing Phone 3a Lite মডেলটি 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত ও 2.5 গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 8 জিবি র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। স্মার্টফোনটিতে 33W ওয়্যার্ড ও 5W রিভার্স ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।

অপারেটিং সিস্টেম ও অন্যান্য ফিচার্স

Nothing Phone 3a Lite রান করে Android 15 নির্ভর Nothing OS 3.5 কাস্টম সফটওয়্যারে। সংস্থা তিনটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। Nothing OS 4.0 আগামী বছরের শুরুতে রোলআউট হবে। এই ফোনে গ্লিফ লাইট আছে যা গ্লিফ ইন্টাফফেসের বিবর্তিত রূপ। কল ও কনট্যাক্টের জন্য আলোর সিকোয়েন্স কাস্টমাইজ করার সুবিধা মিলবে।

Nothing Phone 3a Lite দাম

Nothing Phone 3a Lite-এর বেস 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 20,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 22,999 টাকা। তবে OneCad ও ICICI ব্যাঙ্কের কার্ডে 1,000 টাকা ডিসকাউন্ট মিলবে। এর ফলে দাম যথাক্রমে 19,999 টাকা ও 21,999 টাকায় নেমে আসবে। ফোনটি সাদা, কালো, ও নীল রঙে উপলব্ধ। এটি ফ্লিপকার্ট, Vijay সেলস, ও ক্রোমাতে ডিসেম্বর 5 থেকে বিক্রি শুরু হবে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique design
  • Bright AMOLED display
  • Great Battery Life
  • Decent performance
  • Smooth and customisable software experience
  • Bad
  • Mono speaker lacks quality
  • No Telephoto lens
  • Minimal ingress protection
Display 6.77-inch
Processor MediaTek Dimensity 7300 Pro
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5,000mAh
OS Android 15
Resolution 1,080x2,392 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 9,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সাথে Redmi Turbo 5 ও Turbo 5 Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল
  2. Airtel গ্রাহকরা পাচ্ছে 4,000 টাকার ফ্রি গিফ্ট, এক বছর পুরো বিনামূল্যে Adobe Express Premium
  3. 6,000mAh ব্যাটারি নিয়ে Samsung-এর সস্তা 5G ফোন ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে, 6 বছর সফটওয়্যার আপডেট মিলবে
  4. Realme P4 Power 5G দেশের সবথেকে বড় 10,001mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, ফুল চার্জে 39 দিন চলবে
  5. Redmi Note 15 Pro 5G সিরিজ ভারতে 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচারের সাথে লঞ্চ হল
  6. Vivo Y31d: ভিভো আনল 7,200mAh ব্যাটারির শক্তিশালী ওয়াটারপ্রুফ ফোন, গেম খেললেও গরম হবে না
  7. iQOO 15R বাজেটের মধ্যে দ্রুততম ফোন হতে পারে, কত টাকা দাম হবে দেখে নিন
  8. দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G আগামীকাল লঞ্চ হচ্ছে, দাম কত হবে জেনে নিন
  9. Aadhaar App: বাড়ি বসে এক ক্লিকে হবে আধারের ফোন নম্বর ও ঠিকানা আপডেট, হাজির কেন্দ্রের নতুন অ্যাপ
  10. 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে আসতে পারে Xiaomi 17 Max, লঞ্চ কবে জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »