Realme C85 5G নভেম্বর 28, শুক্রবার দুপুর 12টার সময় ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে।
Photo Credit: Realme
Realme C85 5G carries a 50-megapixel primary camera
Realme C85 5G ভারতে রাত পোহালেই লঞ্চ হচ্ছে। ফোনটি ভারতে এই মাসের শেষে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। চলতি সপ্তাহে অফিসিয়াল লঞ্চ তারিখ ঘোষণা করেছে সংস্থা। স্মার্টফোনটি নভেম্বর 28, শুক্রবার দুপুর 12টার সময় ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। ফ্লিপকার্টের একটি মাইক্রোসাইট স্মার্টফোনটির বিভিন্ন তথ্য সামনে এনেছে। পাশাপাশি, Realme C85 5G এর দাম ফাঁস হয়েছে। ফোনটিতে 144 হার্টজ AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল Sony ক্যামেরা, IP69 Pro স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, এবং 7,000mAh ব্যাটারি পাওয়া যাবে। চলুন লঞ্চ হওয়ার আগেই ফোনটির দাম সহ খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
টেক ব্লগার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে, Realme C85 5G এর দাম ভারতে 15,499 টাকা থেকে শুরু হতে পারে। বেস ভ্যারিয়েন্টে 4 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 16,999 টাকা রাখা হবে।
রিয়েলমি সি85 5G শক্তিশালী 7,000mAh সিলিকন কার্বন ব্যাটারির সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি 22 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 50 ঘন্টা কলিং টাইম, ও 145 ঘন্টা মিউজিক প্লেব্যাক প্রদান করবে। এমনকি, ব্যাটারিতে 1 শতাংশ চার্জ অবশিষ্ট থাকলেও 9 ঘন্টা স্ট্যান্ডবাই থাকবে। এই অবস্থায় 40 মিনিট পর্যন্ত ফোনে কথা বলা যাবে বলে দাবি করছে কোম্পানি।
স্মার্টফোনটির 7,000mah ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। মাত্র 5 মিনিটের চার্জে 1.5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ সরবরাহ করবে। আবার 6.5W রিভার্স চার্জিং সাপোর্ট থাকার কারণে ফোনকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে৷ ফলে ফোন দিয়েই স্মার্টওয়াচ বা ইয়ারবাডডের মতো ছোট ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দেওয়া যাবে।
এছাড়াও, রিয়েলমির নতুন 5G স্মার্টফোনে 1200 নিট ডিসপ্লে, AI এডিট জেনি (ভয়েস কমান্ডের মাধ্যমে ফটো এডিট), SGS মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং 400 শতাংশ লাউড ভলিউম বৈশিষ্ট্যের উপস্থিতি নিশ্চিত করেছে কোম্পানি।
জানিয়ে রাখি, Realme C85 5G নভেম্বর মাসের প্রথমে ভিয়েতনামে লঞ্চ হয়েছে। এতে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে পাওয়া যায় যা 144 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 1,200 নিট ব্রাইটনেস, এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটি Dimensity 6300 প্রসেসর ও ARM Mali-G67 MC2 জিপিইউ (GPU)-এর সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development