Realme C85 5G ভারতে নভেম্বর 28, আগামী শুক্রবার দুপুর 12টার সময় লঞ্চ হতে চলেছে।
Photo Credit: Realme
Realme C85 5G offers IP69 Pro rating for dust and water resistance
Realme C85 5G ভারতে এই মাসের শেষে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। এখন সংস্থার তরফে অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। স্মার্টফোনটি নভেম্বর 28, আগামী শুক্রবার দুপুর 12টার সময় ভারতে রিলিজ হতে চলেছে। ফ্লিপকার্টে লাইভ হওয়া স্মার্টফোনটির একটি মাইক্রোসাইট থেকে এই তথ্য প্রকাশ হয়েছে। Realme C85 5G এর দাম ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এটি 6 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে AMOLED ডিসপ্লে, IP69 Pro স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা, 50 মেগাপিক্সেল Sony AI ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ইত্যাদি।
রিয়েলমি ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন ও ফিচার্স প্রকাশ করেছে৷ রিয়েলমি সি85 5G একটি 7,000mAh সিলিকন ব্যাটারির সঙ্গে আসবে। এটি 22 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 50 ঘন্টা কলিং টাইম, ও 145 ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করবে। এমনকি, ব্যাটারিতে 1 শতাংশ চার্জ অবশিষ্ট থাকলেও 9 ঘন্টা স্ট্যান্ডবাইট টাইম ও 40 মিনিট কলিং টাইম অফার করবে বলে দাবি করছে কোম্পানি।
Realme C85 5G এর ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি 5 মিনিটের চার্জে 1.5 ঘন্টা ব্যাকআপ সরবরাহ করবে। আবার 6.5W রিভার্স চার্জিং সাপোর্ট থাকার কারণে ফোনকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে স্মার্টওয়্যাচ বা ইয়ারবাডস চার্জ দেওয়া যাবে। ফোনটির আর যে ফিচার্স নিশ্চিত করা হয়েছে, সেগুলি হল 1200 নিট ডিসপ্লে, AI এডিট জেনি, SGS মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 400 শতাংশ লাউড ভলিউম, এবং প্রথম প্যারার শেষের ফিচার্স।
রিপোর্ট বলছে, Realme C85 5G এর দাম ভারতে শুরু হবে 15,499 টাকা থেকে। বেস মডেলে 4 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা হতে পারে। হ্যান্ডসেটটি পার্পেল ও গ্রীন কালার অপশনে উপলব্ধ হতে পারে।
প্রসঙ্গত, Realme C85 5G নভেম্বরের শুরুতে ভিয়েতনামে লঞ্চ হয়েছে। এতে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে আছে যা 144 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 1,200 নিট ব্রাইটনেস, এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটি Dimensity 6300 প্রসেসর ও ARM Mali-G67 MC2 জিপিইউ-এর সঙ্গে যুক্ত। এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony IMX882) এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটির 4G ভার্সন আছে, কিন্তু সেটি ভারতে আসার সম্ভাবনা কম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন