Realme C85 5G অক্টোবরে লঞ্চ করা Realme 15x 5G-এর মতোই, তবে ক্যামেরায় ডাউনগ্রেড থাকবে।
Photo Credit: Realme
Realme C85 5G is said to be a tweaked version Realme 15x 5G
Realme C85 5G নভেম্বর মাসে ভারতে আসবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ফোনটি ভিয়েতনামে রিলিজ হয়েছে। অফিসিয়াল লঞ্চের আগে, এখন স্মার্টফোনটির দাম ফাঁস হয়েছে। এটি 6 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। Realme C85 5G এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত বড় ডিসপ্লে, IP68 ও IP69-স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতা, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ইত্যাদি। সূত্রের আরও দাবি, ডিভাইসটির সঙ্গে Realme 15x 5G-এর প্রচুর মিল রয়েছে। কিছু পরিবর্তন করে নতুন মডেল হিসেবে আনা হচ্ছে।।
টেক ব্লগার সঞ্জু চৌধুরির X (পূর্বনাম টুইটার) পোস্ট থেকে জানা গিয়েছে, Realme C85 5G এর দাম ভারতে শুরু হবে 15,499 টাকা থেকে। বেস মডেল 4 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করবে। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 16,999 টাকা রাখা হবে।
Realme C85 5G মডেলটির স্পেসিফিকেশন Realme 15x-এর-এর মতোই। দুই ফোনের মধ্যে তফাৎ বেশি নেই। প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি একই থাকবে, শুধু ক্যামেরা ডাউনগ্রেড করে কম দামে বাজারে আসবে। Realme 15x 5G-এর কথা বললে, এতে 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1,200 নিট পিক ব্রাইটনেস সহ 6.8 ইঞ্চি ডিসপ্লে আছে। ফোনটি রান করে MediaTek Dimensity 6300 চিপসেটে।
ছবি ও ভিডিও তোলার জন্য, পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সামনে 50 মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা উপস্থিত। Realme C85 5G মডেলে ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলে ডাউনগ্রেড হবে বলে শোনা যাচ্ছে। ফোনটির 7,000mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
প্রসঙ্গত, 2025 সালের অন্যতম বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Realme GT 8 Pro বৃস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। হ্যান্ডসেটটির হাইলাইট হল Hyper Vision+ AI চিপ, 2K রেজোলিউশন ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, Ricoh GR-টিউনড ক্যামেরা সিস্টেম, 7,000 নিট পিক ব্রাইটনেস, 120W ফাস্ট চার্জিং, ইত্যাদি।
Realme GT 8 Pro মডিউলার ক্যামেরা আইল্যান্ডযুক্ত ফোন। ক্যামেরা কভার খুলে ফোনের লুকস নিজের ইচ্ছামতো পাল্টানো যাবে। ফোনটির সাথে গোল, চৌকো, ও রোবটের মুখের মতো দেখতে ক্যামেরা ডেকো পাওয়া যাবে। প্রতিটি মডিউলে ইউনিক কালার এবং ডিজাইন আছে। ফোনটিতে 120x ডিজিটাল জুম সহ একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। নয়া ফোনটির দাম 72,999 টাকা থেকে শুরু হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন