Realme C85 5G অক্টোবরে ভারতে লঞ্চ করা Realme 15x 5G-এর মতোই, তবে ফোনে ডাউনগ্রেড ক্যামেরা থাকবে।
Photo Credit: Realme
Realme C85 5G Expected to Share Specifications With Realme 11x 5G
Realme C85 5G নভেম্বরে ভারতে লঞ্চ হতে পারে। সংস্থা এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা না করলেও, একটি সূত্র চলতি মাসের শেষে লঞ্চ হওয়ার ইঙ্গিত করেছে। এটি ভিয়েতনামে ক'দিন আগেই রিলিজ হয়েছে। ফোনটির ভারতীয় ভেরিয়েন্ট Realme 15x 5G-এর মতো হার্ডওয়্যার ও কনফিগারেশন পাবে বলে দাবি করা হয়েছে। তবে ফোনটি কম দামে লঞ্চ হবে। তার জন্য কিছু ফিচার্স কাটছাঁট হওয়ার সম্ভাবনা। জানিয়ে রাখি, Realme C85 5G গ্লোবাল ভার্সনে 144 হার্টজ রিফ্রেশ রেট, 45W ফাস্ট চার্জিং 7,000mAh ব্যাটারি, ও IP69 Pro-স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতা আছে।
টেক ব্লগার অভিষেক যাদব তাঁর X প্রোফাইল থেকে পোস্ট করে জানিয়েছেন, রিয়েলমি সি85 5G এই মাসেই ভারতে লঞ্চ হচ্ছে। এটি আসলে অক্টোবরে লঞ্চ করা রিয়েলমি 15এক্স 5G-এর মতোই, তবে ক্যামেরা ডাউনগ্রেড করা হবে। অর্থাৎ, প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি একই থাকতে পারে, শুধু ক্যামেরার মান একটু কমবে। তার জন্য সংস্থা অবশ্য কম দামে রিলিজ করার পরিকল্পনা করছে।
Realme C85 5G ভিয়েতনামে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে, যেখানে Realme 15x এই দেশে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে উপলব্ধ। অর্থাৎ, অভিষেকের দাবি সঠিক বলেই মনে করা হচ্ছে। বর্তমানে রিয়েলমির ফোনটির দাম ভারতে 16,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। সেই তুলনায় C85 5G এর দাম অনেক কম হওয়ার সম্ভাবনা।
Realme 15x 5G ফোনে 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1,200 নিট পিক ব্রাইটনেস সহ 6.8 ইঞ্চি ডিসপ্লে আছে। ফোনটি রান করে MediaTek Dimensity 6300 চিপসেটে। ছবি ও ভিডিও তোলার জন্য, পিছনের অংশে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা আছে। সামনে একটি 50 মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা উপস্থিত। এটি আসন্ন C85 5G মডেলে 8 মেগাপিক্সেলে ডাউনগ্রেড হতে পারে।
রিয়েলমির এই ফোনে LED ফ্ল্যাশের সঙ্গে গোল পালস লাইট রয়েছে, যা নোটিফিকেশনে আসলে জ্বলে ওঠে। এটি নয়টি রঙ এবং পাঁচটি গ্লোয়িং মোড সমর্থন করে। ফোনটির 7,000mAh ব্যাটারি 5 মিনিটের চার্জে 5 ঘন্টা কথা বলার ব্যাকআপ দেয়। এছাড়াও, হ্যান্ডসেটে স্মার্ট টাচ, AI আউটডোর মোড, AI কল নয়েজ রিডাকশন, AI স্মার্ট সিগন্যাল অ্যাডজাস্টমেন্ট, অলওয়েজ অন ডিসপ্লে, সার্কেল টু সার্চ, ও মিনি ক্যাপসুল ফিচার্স আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Poco F8 Pro Retail Box Spotted in Leaked Image With 'Sound by Bose' Branding; Tipster Claims It Won't Ship With a Charger