Xiaomi 17 Ultra ফোনে 4x4 RMSC সাপোর্ট থাকতে পারে, যা মাল্টি ফোকাল লেংথ লসলেস জুম ও মাক্রো ক্ষমতার সঙ্গে আসবে।
Photo Credit: X/Kacper Skrzypek
Xiaomi 17 Ultra Photography Kit image
Xiaomi 17 Ultra ভারতে 2026 সালের মার্চে লঞ্চ হতে পারে। সংস্থা বিষয়টি নিয়ে এখনও কিছু না বললেও সূত্র মারফত এমনই তথ্য সামনে এসেছে। Xiaomi 17 সিরিজ সেপ্টেম্বরে বিশ্বের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত ডিভাইস হিসেবে আত্মপ্রকাশ করেছিল। Xiaomi 17, Xiaomi 17 Pro, ও Xiaomi 17 Pro Max মডেলের তিনটি ফোন এসেছিল। আর আসন্ন Xiaomi 17 Ultra সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন হবে। একটি রিপোর্ট ডিভাইসটির ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এটি 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরার সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ফোনের ক্যামেরা কিটের ছবিও প্রকাশ্যে এসেছে।
Xiaomi 17 Ultra মডেলটির ফটোগ্রাফির কিটের যে ছবি ফাঁস হয়েছে, তাতে কোনও চতুর্থ ক্যামেরা দেখতে পাওয়া যায়নি। এটি ইঙ্গিত করে যে স্মার্টফোনটিতে ট্রিপল ব্যাক ক্যামেরা থাকতে পারে যা Xiaomi 15 Ultra-এর কোয়াড রিয়ার ক্যামেরার থেকে একটি বড় পরিবর্তন। মনে করা হচ্ছে, শাওমি ক্যামেরার সংখ্যা বাড়ানোর তুলনায় লেংথ এবং সেন্সর সাইজের অপ্টিমাইজেশনে বেশি গুরুত্ব দিচ্ছে।
রিপোর্ট অনুসারে, শাওমি 17 আলট্রা-এর তিনটি ব্যাক ক্যামেরা হল — 50 মেগাপিক্সেল মেইন (OVX10500U সেন্সর), 50 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল, ও 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (S5KHPE) সেন্সর। অন্য দিকে, সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য সামনে একটি 50 মেগাপিক্সেল OV50M ক্যামেরা মিলতে পারে।
Xiaomi 17 Ultra তার পূর্বসূরি মডেলের থেকে প্রচুর আপগ্রেড অফার করবে বলে আশা করা হচ্ছে। আসন্ন ফোনটিতে 4x4 RMSC সাপোর্ট থাকতে পারে, যা মাল্টি ফোকাল লেংথ লসলেস জুম এবং মাক্রো ক্ষমতার সঙ্গে আসবে। ক্যামেরায় উন্নত ডাইনামিক রেঞ্জ পাওয়া যাবে।
জানিয়ে রাখি, পূর্বসূরী Xiaomi 15 Ultra ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে। এতে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, HDR10+, 3200 নিট পিক ব্রাইটনেস, ও 1440 x 3200 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। Snapdragon 8 Elite প্রসেসর চালিত এই ফোন 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ।
ফটোগ্রাফির জন্য, এটি কোয়াড রিয়ার ক্যামেরা অফার করে। সেটআপে f/1.6 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 4.3x অপটিক্যাল জুম সহ একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন