Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ভারতে 2026 সালের মার্চে লঞ্চ হতে পারে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 features a Leica-tuned triple camera setup
Xiaomi 17 সিরিজ সেপ্টেম্বরে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত প্রথম ফোন হিসেবে চীনে লঞ্চ হয়েছিল। এই সিরিজে Xiaomi 17 (স্ট্যান্ডার্ড মডেল), Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max এনেছে চাইনিজ টেক জায়ান্টটি। এখন জানা গিয়েছে, Xiaomi 17 নতুন বছরের শুরুতে ভারতে আসবে। কবে লঞ্চ হতে পারে, সেই তথ্য ফাঁস হয়েছে। এই স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ ফোনটির সঙ্গে Xiaomi 17 Ultra মডেলটিও ভারতে রিলিজ হবে বলে শোনা গিয়েছে। তবে ইউনিক সেকেন্ডারি ডিসপ্লে দিয়ে সজ্জিত Xiaomi 17 Pro সিরিজের দুই মডেল চাইনিজ মার্কেটের বাইরে পাওয়া যাবে না।
টেক ব্লগার যোগেশ ব্রার জানিয়েছেন, Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ভারতে পরীক্ষা করে দেখা হচ্ছে। এগুলি দেশের বাজারে 2026 সালের মার্চে লঞ্চ হতে পারে। Pro বা Pro Max মডেলগুলির গ্লোবাল মার্কেটে আসার সম্ভাবনা নেই বললেই চলে। Xiaomi 17 Ultra এখনও আত্মপ্রকাশ করেনি, কিন্তু অনলাইনে ফোনটির একাধিক তথ্য ফাঁস হয়েছে।
অক্টোবরে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, শাওমি 17 আল্ট্রা নতুন 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে আসবে, যা আরও উন্নত ইন-সেন্সর জুমের সুবিধা দেবে। অর্থাৎ, ক্যামেরাটি বিভিন্ন জুম লেভেলে স্পষ্ট ও পরিষ্কার ছবি তুলতে সক্ষম হবে। ফোনটিতে মাল্টি-ফোকাস লসলেস জুম সহ একটি নতুন 200 মেগাপিক্সেল রেজোলিউশন যুক্ত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দিয়ে সজ্জিত থাকতে পারে।
নতুন ক্যামেরা দু'টির ডাইনামিক রেঞ্জ খুব উচ্চমানের হবে। বাকি দুই সেন্সর হিসেবে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা। অন্য দিকে, শাওমি 17 চীনে 6.3 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। এটি 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 3,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি 16 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ অফার করে।
শাওমির নতুন ফ্ল্যাগশিপের পিছনে Leica-টিউনড তিনটি ক্যামেরা আছে — অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায়, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনের ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ডিভাইসটির 7,000mAh ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation