জিও এবং SpaceX-এর সৌজন্যে এবার ভারতের প্রত্যন্ত অঞ্চলেও পাওয়া যাবে উচ্চ-স্পিডের ইন্টারনেট

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 14 মার্চ 2025 12:21 IST
হাইলাইট
  • এয়ারটেলের পর এবার ভারতে জিওর সাথে Starlink-এর অংশীদারি পরিষেবা প্রদান
  • অনুমোদনের পর গ্রাহকরা জিও স্টোরগুলি থেকে Starlink সামগ্রীগুলি কিনতে পার
  • ইনস্টলেশন, অ্যাক্টিভেশন এবং অন্যান্য সার্ভিসগুলিও জিও নিয়ন্ত্রণ করবে

গ্রাহকরা রিলায়েন্স জিও স্টোর থেকে স্টারলিংক সরঞ্জাম কিনতে পারবেন, কোম্পানি জানিয়েছে

Photo Credit: Reuters

বিগত বুধবার জিও প্ল্যাটফর্ম লিমিটেড, SpaceX-এর সাথে একটি সুকৌশলী পার্টনারশিপের ঘোষণা করেছে, এই পদক্ষেপটি ভারতে স্টারলিংক ব্রডব্যান্ড পরিষেবা শুরু করতে পারে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাবসিডিয়ারি বলেছে যে, তারা Elon Musk-এর অধিনস্ত কোম্পানির নিম্ন পৃথিবী কক্ষপথের উপগ্রহের সৌজন্যে, গ্রাহকদের উচ্চ-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করবে, এমনকি যারা প্রত্যন্ত বা গ্রাম্য অঞ্চলে থাকে তারাও এই সুবিধা পাবে। Starlink-এর সামগ্রীগুলো কাস্টমার সার্ভিস ইনস্টলেশন এবং অ্যাকটিভেশনের সাথে রিলায়েন্স জিও স্টোরগুলিতে কিনতে পাওয়া যাবে। যদিও ভারতে এটা নির্ভর করছে নিয়ামক সংস্থা থেকে SpaceX-এর Starlink বিক্রির ছাড়পত্র পাওয়ার উপর।

রিলায়েন্স জিও Starlink পার্টনারশিপ:

জিও প্ল্যাটফর্ম লিমিটেডের একটি সাংবাদিক বৈঠক অনুযায়ী, Starlink-এর উচ্চ স্পিডের ব্রডব্যান্ড পরিষেবাটি JioAirFiber এবং JioFiber-এর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এটি প্রত্যন্ত অঞ্চলে তাড়াতাড়ি এবং সহজলভ্য ইন্টারনেটের উপলব্ধতা বাড়ানোর দাবি করেছে। বলা হয়েছে যে, পদক্ষেপটি নেওয়ার পিছনে টেলিকম প্রোভাইডারের লক্ষ্য ভারতে ছোটো এবং মাঝারি ব্যবসাগুলির উপর।

নিয়ামক কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর গ্রাহকরা রিলায়েন্স জিও স্টোরগুলির কাছ থেকে, Starlink সামগ্রী কিনতে পারবে। এর পাশাপাশি Elon Musk অধিনস্ত কোম্পানির পক্ষ থেকে, টেলিকম প্রোভাইডারটি গ্রাহকদের ইনস্টলেশন পরিষেবা এবং অ্যাক্টিভেশন পরিষেবা প্রদান করবে।

এই ঘোষণাকে অনুসরণ করে, SpaceX-এর প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার Gwynne Shotwell বলেছে যে, ‘ আমরা জিওর সাথে কাজ করা এবং ভারত সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় আছি, যাতে আমরা StarLink-এর উচ্চ-স্পিডের ইন্টারনেট পরিষেবাটি আরো অনেক মানুষজন, সংস্থা এবং ব্যবসায়ীদের প্রদান করতে পারি।

ভারতের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও উন্নত করতে, উভয় কোম্পানি পরিপূরক সহযোগিতার রাস্তা বের করবে, যেখানে তারা তাদের নিজস্ব অবকাঠামোর সুবিধা নেবে, যার মধ্যে Starlink-এর বিশাল নিম্ন-কক্ষপথ স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ আছে।
মনে করা হচ্ছে, বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে এটির অধিনস্ত প্রায় 7000 সক্রিয় স্যাটালাইট লো-লেটেন্সি ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করছে।

এই ঘোষণার পর Elon Musk অধিনস্ত কোম্পানি এই একইরকম একটি দ্বিতীয় চুক্তি সাক্ষর করেছে, যেটিতে SpaceX এবং Bharti Airtel আবদ্ধ হয়েছে। এরাও ভারতে উপস্থিত স্টোরগুলিতে Starlink-এর সামগ্রী বিক্রি করতে পারে। মনে করা হচ্ছে এয়ারটেল Starlink-এর পরিষেবাটি ব্যবসায়িক গ্রাহক, সম্প্রদায়, স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্র সহ অন্যান্য প্রতিষ্ঠানে প্রদান করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Starlink, Starlink in india, SpaceX
 ...অধিক
        
Advertisement
সম্পর্কিত খবর
Popular Brands
#সর্বশেষ খবর
  1. লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S25 ফোনের দাম, কবে বাজারে আসবে জেনে নিন
  2. Amazon Great Freedom Festival Sale 2025: অ্যামাজন ফ্রিডম সেলে মাত্র 7,999 টাকায় দুর্দান্ত 5G ফোন কিনুন
  3. সবথেকে সস্তায় 7,000mAh ব্যাটারির ফোন! বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে Poco M7 Plus
  4. Vivo Y04s পুরো জলের দরে বাজারে এল, 6,000mAh ব্যাটারি, 64GB স্টোরেজ রয়েছে
  5. গেমিং ফোন এবার সস্তায়, এই সপ্তাহেই লঞ্চ হচ্ছে Infinix GT 30 5G+, BGMI খেলা যাবে 90fps-এ
  6. Honor Play 70 Plus বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, এক চার্জে 23 ঘন্টা ভিডিয়ো দেখা যাবে!
  7. এক মাসেই প্রায় 1 কোটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল WhatsApp, নিয়ম না মানলে পরের মাসে আপনার পালা
  8. Vivo Y400 5G ভারতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  9. Amazon Great Freedom Festival Sale: অ্যামাজনে ফোন ও ট্যাবের দাম কমল, সেল শেষ হওয়ার আগে কিনে নিন
  10. Amazon Great Freedom Festival Sale 2025: মাত্র 499 টাকায় নামি ব্র্যান্ডের ব্লুটুথ স্পিকার কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.