পুরস্কার পেতে শুরুতেই নিজের Vodafone প্রিপেড নম্বর রিচার্জ করতে হবে। এর পরে ফোন থেকে *999# ডায়াল করে অথবা My Vodafone অ্যাপ থেকে ‘মাই রিওয়ার্ডস’ বিভাগে গিয়ে পুরস্কার সংগ্রহ করতে হবে।
রিচার্জের 72 ঘন্টার মধ্যে এই পুরস্কার সংগ্রহ করতে হবে গ্রাহককে।
সম্প্রতি রিওয়ার্ড প্রোগ্রাম শুরু করেছে Vodafone। এর ফলে সিমীত সময়ের জন্য সব রিচার্জে গ্রাহককে নিশ্চিত পুরস্কার দেবে কোম্পানি। কত টাকা রিচার্জ করছেন তার উপরে পুরস্কার নির্ভর করবে না। সব রিচার্জের সাথেই গ্রাহক কিছু না কিছু পুরস্কার পাবেন। রিচার্জ করার 72 ঘন্টার মধ্যে এই পুরস্কার সংগ্রহ করতে হবে গ্রাহককে। না হলে পুরস্কার হাত থেকে ফসকে যাবে। যত বেশি টাকা রিচার্জ করবেন তত বেশি পুরস্কার পাওয়া যাবে।
পুরস্কার পেতে শুরুতেই নিজের Vodafone প্রিপেড নম্বর রিচার্জ করতে হবে। এর পরে ফোন থেকে *999# ডায়াল করে অথবা My Vodafone অ্যাপ থেকে ‘মাই রিওয়ার্ডস' বিভাগে গিয়ে পুরস্কার সংগ্রহ করতে হবে। রিচার্জক করার 72 ঘন্টার মধ্যে পুরস্কার সংগ্রহ না করলে তা হাত থেকে ফসকে যাবে। Vodafone ওয়েবসাইট, My Vodafone অ্যাপ অথবা যে কোন অ্যাপ অথবা রিটেলারের কাছ থেকে রিচার্জ করলেই গ্রাহককে পুরস্কার দিচ্ছে কোম্পানি।
পুরস্কার হিসাবে দেওয়া হবে আনলিমিটেড কল, ক্যাশব্যাক, অতিরিক্ত ডেটা, মিসড কলের তথ্য। Vodafone জানিয়েছে সব ধরনের রিচার্জের সাথেই পুরস্কার পাবেন গ্রাহকরা। কয়েকটি রিচার্জের সাথে গ্রাহককে একাধিক পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে Vodafone। সেখান থেকে একটি পুরস্কার পছন্দ করতে পারবেন গ্রাহকরা। একাধিক রিচার্জ করলে একাধিক পুরস্কার পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ACT Fibernet Launches Revamped Broadband Plans Starting at Rs. 499
Apple Announces App Store Awards 2025 Winners; Top Apps Include Tiimo, Cyberpunk 2077: Ultimate Edition, and More