আগামী 20 আগস্ট বিশ্বের বাজারে লঞ্চ হতে চলেছে Oneplus Buds pro 3

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 21 অগাস্ট 2024 11:22 IST
হাইলাইট
  • One plus Buds pro 3 এর লঞ্চিং অনুষ্ঠানটি ভারতে ভারতীয় সময় সন্ধ্যা 6.30
  • OnePlus Buds Pro 2 ইয়ারবাডটির বক্সি ডিজাইন যুক্ত কেস ছিল
  • OnePlus Buds Pro 3 ইয়ারবাডটিতে ডুয়াল ড্রাইভার সেটআপ আছে

Photo Credit: OnePlus

নতুন জেনারেশনদের কাছে একটি আকর্ষণীয় বস্তু হলো TWS ডিজাইন যুক্ত ইয়ারফোন।এবার বাজারে  OnePlus কোম্পানী আনতে চলেছে তাদের নতুন  একটি true wireless earphone (TWS)।রিপোর্ট অনুযায়ী Oneplus buds pro 3 ইয়ারবাডটি আগামী সপ্তাহে ভারত তথা বিশ্ব বাজারে লঞ্চ হতে পারে। বিগত বছরে OnePlus কোম্পানী OnePlus Buds pro 2 ইয়ারবাডটি লঞ্চ করেছিল।এবার তারই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আনতে চলেছে Oneplus Buds pro 3। 

অনুমান করা হচ্ছে ইয়ারবাড গুলিতে IP55 রেটিং যুক্ত করা আছে। এটিতে  5.4 ব্লুটুথ অন্তর্ভুক্ত করা থাকবে বলে জানা যাচ্ছে। আসন্ন Oneplus Buds pro 3 ইয়ারবাডটি একবার চার্জের বিনিময়ে 43 ঘন্টা পর্যন্ত সার্ভিস দিতে পারবে বলে মনে করা হচ্ছে। 

OnePlus কোম্পানীর পক্ষ থেকে ,একটি পোস্টের মাধ্যমে জানানো হয় যে আনুষ্ঠানিকভাবে 20 আগস্ট ইয়ারবাডটি লঞ্চ করা হবে। লঞ্চিং অনুষ্ঠানটি ভারতে ভারতীয় সময় সন্ধ্যা 6.30 টায় অনুষ্ঠিত হবে। বিশ্বের বাজারে সকাল 9:00am (EST), দুপুর 2:00pm (BST) এবং বিকাল 3:00pm (CEST) সময় লঞ্চ হবে। 

এই লঞ্চিং সম্পর্কে সমস্ত তথ্য আপলোড করার জন্য OnePlus কোম্পানী নিজেদের ওয়েবসাইটে একটি পেজ খুলেছেন।যেটির মাধ্যমে দেখানো হয়েছে একটি ডিম্বাকৃতি কেস সহ ইয়ার বাডগুলি সজ্জিত।এটি আগের ইয়ারবাডের বক্সের থেকে অন্যতম স্টাইলিশ ডিজাইন যুক্ত। 

যে সমস্ত গ্রাহকরা ইয়ারবাডটি কিনতে আগ্রহী,তারা ওয়েবসাইটের পেজের মাধ্যমে ‘Notify Me' বোতাম প্রেস করে, ইয়ার বাড সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন। 

OnePlus Buds pro 3 এর আনুমানিক মূল্য এবং বৈশিষ্ট্য: 

রিপোর্ট অনুযায়ী,Oneplus buds pro 3 ইয়ার বাডটিতে ,IP55 রেটিং যুক্ত করা আছে,যাতে জল এবং ধূলো থেকে ইয়ারবাডটি সুরক্ষিত থাকে। ইয়ার বাডটি কেস সহ 43 ঘন্টা পর্যন্ত ব্যাটারী লাইফ দিতে পারবে। 

যেটি Oneplus buds pro 2 এর তুলনায় 4 ঘন্টা বেশি। এটিতে ডুয়াল ড্রাইভার সেটআপ আছে যেটির মধ্যে 11 mm উফের এবং 6 mm টুইটার আছে। 

এটিতে 5.4 ব্লুটুথ সংযোগ স্থাপন করা হয়েছে। এছাড়া এটির মধ্যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার সিস্টেম আছে ।এবং এটির সাথে সাপোর্ট থাকবে LHDC 5.0 অডিও কোডেকের 24 -bit/192kHz অডিও। 

Advertisement

ইয়ারবাডটির মধ্যে অ্যাড্যাপটিভ নয়েজ ক্যান্সলেশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। অনুমান করা হচ্ছে যে এটির মধ্যে  50dB পর্যন্ত নয়েজ ক্যানসেলেশনের ব্যাবস্থা আছে। OnePlus Buds Pro 2 টির দাম ছিল,11,999 টাকা। কিন্তু ভারতে OnePlus Buds Pro 3 এর দাম হতে চলেছে 12,000 টাকা। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভোররাত থেকে ক্রেতাদের ভিড়, বিক্রির প্রথম দিনেই iPhone 17 সিরিজ ঘিরে তুঙ্গে উচ্ছ্বাস
  2. 6,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল AI ক্যামেরা সহ Redmi 15C 5G গ্লোবালি লঞ্চ হল
  3. 200 টাকার কমে BSNL-এর নতুন প্ল্যানে 56 জিবি ডেটা ও আনলিমিটেড কথা বলার সুবিধা
  4. পোস্ট অফিসেই মিলবে সিম কার্ড ও মোবাইল রিচার্জের সুবিধা, ঘোষণা করল BSNL
  5. 5G-র যুগেও দুর্দান্ত 4G ফোন আনছে Vivo, থাকছে 6,500mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা
  6. Redmi K90 সিরিজ বাজার কাঁপাতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, লঞ্চ কবে দেখুন
  7. Samsung-এর এই তিন ফোনে Android 16 আপডেট চলে এল, আপনি পেয়েছেন
  8. গিরগিটির স্টাইলে বদলে যাবে রং, নতুন স্মার্টফোনের নকশায় চমক আনছে iQOO
  9. 32MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Oppo K13s
  10. Amazon সেলে 58,000 টাকার রেকর্ড ছাড়ে Samsung Galaxy S24 Ultra
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.