Amazon Great Freedom Festival Sale 2025 জুলাই 31 শুরু হয়েছিল। এই সেল এক সপ্তাহ সম্পূর্ণ করে কাল সমাপ্ত হবে।
Photo Credit: Samsung
Amazon Great Freedom Festival Sale 2025: Samsung Galaxy M06 5G কিনুন 8,499 টাকায়
Amazon Great Freedom Festival Sale 2025 জুলাই 31 শুরু হয়েছিল। এক সপ্তাহ সম্পূর্ণ করে আগামীকাল সমাপ্ত হবে মার্কিন ই-কমার্স সংস্থাটির এই মেগা শপিং ইভেন্ট। অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে পোশাক-আশাক, বৈদ্যুতিন পণ্য, এবং বাড়ির কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিস কম দামে পাওয়া যাচ্ছে। আকর্ষণীয় ছাড়ে বিক্রি হচ্ছে স্মার্ট টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন। পাশাপাশি মার্কেট প্রাইসের থেকে কমে বিক্রি হচ্ছে মোবাইল ফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, ল্যাপটপ, ব্লুটুথ স্পিকার, হেডফোন, ইত্যাদি। যাঁরা Samsung এর স্মার্টফোন মোটা টাকা ছাড়ে কিনতে চান, তাঁদের জন্য শেষ মুহূর্তের অফার রয়েছে।
কম দামের পাশাপাশি, গ্রাহকরা কুপন, এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাংক ডিসকাউন্টের মাধ্যমে আরও সঞ্চয় করতে পারবেন। SBI এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য EMI লেনদেনে 10 শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে অ্যামাজন। আবার কিছু ব্যাংকের কার্ডে 2,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাওয়া যাচ্ছে। ক্রেতারা 1,000 টাকা পর্যন্ত কুপন ডিসকাউন্টের সুবিধা নিতে পারবে। এছাড়া, অ্যামাজন পে ব্যবহারকারীরা 5,499 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
Gadgets 360 বাংলার এই প্রতিবেদন অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলের শেষ লগ্নে Samsung-এর জনপ্রিয় কিছু স্মার্টফোনের উপর ডিসকাউন্ট নিয়ে। গত বছর ভারতে 1,34,999 টাকায় লঞ্চ হওয়া Samsung Galaxy S24 Ultra বিক্রি হচ্ছে 79,999 টাকায়। বাজেট ফোন চাইলে 8,499 টাকায় Samsung Galaxy M06 5G কিনতে পারেন।
মডেল | আসল দাম | ডিসকাউন্টের পর দাম | কেনার লিংক |
---|---|---|---|
Samsung Galaxy Z Fold 6 5G | 1,64,999 টাকা | 1,23,999 টাকা | এখানে কিনুন |
Samsung Galaxy S25 Ultra 5G | 1,29,999 টাকা | 1,06,998 টাকা | এখানে কিনুন |
Samsung Galaxy S25 Edge 5G | 1,09,999 টাকা | 1,03,500 টাকা | এখানে কিনুন |
Samsung Galaxy S24 Ultra 5G | 1,34,999 টাকা | 79,999 টাকা | এখানে কিনুন |
Samsung Galaxy A55 5G | 42,999 টাকা | 24,999 টাকা | এখানে কিনুন |
Samsung Galaxy M36 5G | 22,999 টাকা | 16,999 টাকা | এখানে কিনুন |
Samsung Galaxy A16 5G | 19,999 টাকা | 15,999 টাকা | এখানে কিনুন |
Samsung Galaxy M06 5G | 13,999 টাকা | 8,499 টাকা | এখানে কিনুন |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন