অক্টোবরের শুরুতে লঞ্চ হয়েছিল নতুন Google Chromecast 3। অবশেষে ভারতে এল নতুন Chromecast। 2015 সালে লঞ্চ হয়েছিল Google Chromecast 2। এরপরে আর বাজারে আসেনি ই প্রোডাক্ট। Google এর অন্যান্য প্রোডাক্টের সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়েছে Chromecast 3। আগের থেকে 15 শতাংশ বেশি ফাস্ট নতুন Chromecast। 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে Full-HD স্ট্রিম করতে পারে নতুন Chromecast 3।
ভারতে Google Chromecast 3 এর দাম 3,499 টাকা। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্ট্রিমিং ডিভাইস। লঞ্চ অফারে নতুন Chromecast 3 কিনলে এক বছর Sony Liv সাবস্ক্রিপশান বিনামূল্যে দিচ্ছে Flipkart। এর সাথেই পাওয়া যাবে 6 মাস Gaana সাবস্ক্রিপশান। PhonePe অ্যাকাউন্ট থেকে Chromecast 3 কিনলে 100 টাকা ক্যাশব্যাক দেবে Flipkart।
মার্কিন যুক্তরাষ্ট্রে Google Chromecast 3 এর দাম 35 ডলার (প্রা 2,600 টাকা)। দুই আলাদা রঙে পাওয়া যাবে নতুন জেনারেশানের Chromecast।
Google Chromecast 3 এর মাধ্যমে যে কোন টিভিতে HDMI পোর্টের মাধ্যমে Full HD ভিডিও স্ট্রিম করা যাবে। 800 বেশি অ্যাপ সাপোর্টব করা Chromecast। কোম্পানি জানিয়েছ আগের থকে 15 শতাংশ ফাস্ট নতুন জেনারেশানের Chromecast 3।
নতুন Chromecast 3 তে রয়েছে Google Assistant সাপোর্ট। এছাড়াও সহজেই কন্ঠস্বরের মাধ্যমে Google Home এর সাথে কানেক্ট করা যাবে নতুন Chromecast 3। Chromecast 3 তে রয়েছে একটি ফ্লেক্সিবেল HDMI কেবেল। এছাড়াও Micro USB পোর্টের মাধ্যমে এই ডিভাইসে পাওয়ার পৌঁছায়। Android ও iOS ডিভাইসের সাথে কাজ করে এই ডিভাইস। সম্প্রতি Netflix, YouTube, HBO, Hulu সহ একাধিক স্ট্রিমিং সার্ভিস যোগ করেছে Chromecast এ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন