স্মার্টফোন, স্মার্টটিভির পরে এবার ভারতে স্মার্ট লাইট লিয়ে এল Xiaomi। ভারতে Xiaomi –র সাব ব্যান্ড Yeelight এর অধীনে ভারতে লঞ্চ হয়েছে চারটি নতুন স্মার্ট লাইট। 2,499 টাকা থেকে 4,999 টাকায় পাওয়া যাবে এই স্মার্ট লাইটগুলি। শুধুমাত্র Amazon থেকে কেনা যাবে Yeelight Aurora Lightstrip Plus, Yeelight Candela Lamp, and Yeelight Smart LED Bulb। নির্বাচিত কিছু অফলাইন স্টোর থকেও পাওয় যাবে এই স্মার্ট লাইটগুলি।
Yeelight স্মার্ট LED বাল্ব ‘কালার' ও ‘টিউনেবেল হোয়াইট' ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই ডিভাইসে Wifi সাপোর্ট থাকবে। এর সাথে কোন আলাদা হাবের প্রয়োজন নেই। Google Assistant আর Amazon Alexa র দিয়ে এই লাইট কন্ট্রোল করা যাবে। এছাড়াও নির্দিষ্ট সময়ে এই আলো জালানো অথবা বন্ধ করা যাবে। কালার মডেলের দাম 2,
অন্যদিকে Yeelight ক্যান্ডেলা ল্যাম্পে থাকছে মোমবাতির মতো এফেক্ট। এই আলোতে একটি 2,100 mAh ব্যাটার রয়েছে। একাধিক আলো একসাথে কানেক্ট করে বিভিন্ন ডিজাইন এই আল জালানো সম্ভব। 5,999 টাকা দাম হলেও আপাতত মাত্র 4,999 টাকায় Amazon থেকে এই আলো কেনা যাচ্ছে।
Yeelight অরোরা লাইটস্ট্রিপ প্লাস এ থাকবে 10 মিটার লম্বা স্ট্রিপ। কোম্পানি জানিয়ছে এই আলোতে 16 মিলিয়ান কালার পাওয়া যাবে। যে কোন গানের স্থে সিঙ্ক করা যাবে এই আলো। 4,399 টাকা দাম হলেও এখন 3,999 টাকায় পাওয়া যাচ্ছে এই আলো।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন