Asphalt 9: Legends কবে লঞ্চ হবে তা জানায়নি Gameloft। তবে প্রি-রেজিস্টার লিঙ্ক সামনে আসায় মনে হচ্ছে খুব শিঘ্রই এই গেম লঞ্চ হবে।
Gameloft এর অন্যতম জনপ্রিয় আর্কেড রাসিং গেম Asphalt। মোবাইলে এই গেম খেলা যায়। এই সিরিজের লেটেস্ট গেম Asphalt 9: Legends। শিঘ্রই Android ও iOS এ Asphalt 9: Legends লঞ্চ হবে। Asphalt 9: Legends এর জন্য প্রি রেজিস্টার করে ফেলতে পারেন। Android গ্রাহকরা Play Store এ গিয়ে Asphalt 9: Legends এর জন্য রেজিস্টার করতে পারেন। Asphalt 9: Legends ডাউনলোড শুরু হলে রেজিস্টার্ড গ্রাহকদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। আপাতত শুধুমাত্র ফিলিপিন্স, থাইল্যান্ড ও ফ্রান্সে এই গেম লঞ্চ হয়েছে।
Asphalt 9: Legends কবে লঞ্চ হবে তা জানায়নি Gameloft। তবে প্রি-রেজিস্টার লিঙ্ক সামনে আসায় মনে হচ্ছে খুব শিঘ্রই এই গেম লঞ্চ হবে। Gameloft এর অফিশিয়াল সাইটে গিয়েও গ্রাহকরা Asphalt 9: Legends এর জন্য রেজিস্টার করতে পারবেন। এখানে আপনার ইমেল এর মাধ্যমে নিজেকে রেজিস্টার করতে হবে। গেম ডাউনলোড শুরু হলে আপনার আপনাকে সেই খবর ইমেলে জানিয়ে দেবে কোম্পানি।
প্রি রেজিস্টার করলে Android গ্রাহকদের বোনাস দেওয়ার কথা জানিয়েছে Gameloft। কোম্পানি জানিয়েছে লঞ্চের আগে প্রতি সপ্তাহে এই বোনাস আনলক হবে। এছাড়াও গেম ডাউনলোডের সময় একাধিক অতিরিক্ত জিনিস গেমের মধ্যে পাওয়া যাবে। যদিও তা ঠিক কী তা জানায়নি Gameloft। প্রত্যেক সপ্তাহে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তা দেখে নিতে হবে।
Google Play লিস্টিং থেকে জানা গিয়েছে Asphalt 9: Legends এ থাকবে আরও ভালো ভিজুয়াল, আপগ্রেডেড কনসোল এক্সপেরিয়েন্স, আরও বেশি কাস্টমাইজেশান। এই গেমে মাল্টিপ্লেয়ার এক্সপেরিয়েন্স ঝেলে সাজানো হয়েছে। এই গেম ডাউনল্ডের জন্য ফোনে Android 4.3 বা তার বেশি ভার্সান চলতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show