Google এর নোট অ্যাপ Google Keep। জনপ্রিয় এই অ্যাপ এর নাম বদলে হল "Keep Notes"। তবে আপাতত শুধু Android এ এই নাম পরিবর্তন হয়েছে। iOS এ এখনো Keep নামেই এই অ্যাপ পাওয়া যাচ্ছে। Android ডিভাইসে নতুন আপডেটে এই অ্যাপ এর নাম ও আইকন পরিবর্তিত হয়েছে।
নতুন এই আপডেটের পরে অ্যাপ এর নোট নেওয়ার ক্ষমতাকে আরও প্রাধান্য দিতে চাইছে কোম্পানি। এখনো iOS ও ওয়েব অ্যাপ এর নাম বদল হয়নি। নতুন এই নামে Google Keep অ্যাপ এর নোট নেওয়ার ক্ষমতায় আরও প্রাধান্য দিতে চাইছে Google। এই অ্যাপ দিয়ে নোট, ছবি, তালিকা, সেভ করেব রাখা যায়। এছাড়াও ভয়েস মেমো ও চলার পথে স্ক্রিনে কিছু এঁকে সেভ করে রাখা যায় এই অ্যাপ দিয়ে।
তবে ইতিমধ্যেই Play Store এ একাধিক Notes অ্যাপ আছে। নতুন নামের পরে সেই সব অ্যাপের ভিড়ে হারিয়ে যেতে পারে "Keep Notes" অ্যাপ। নতুন নামে এই অ্যাপ এখনো Play Store এ পৌঁছায়নি। তবে APK ফাইল ডাউনলোড করে এই অ্যাপ Android ফোনে ইনস্টল করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন