UPI,লাভজনক লেনদেন এবং লোনের সুবিধা সহJioFinance অ্যাপটি লঞ্চ করা হয়েছে

UPI,লাভজনক লেনদেন এবং লোনের সুবিধা সহJioFinance অ্যাপটি লঞ্চ করা হয়েছে

Photo Credit: JFSL

JioFinance app is available for download on the Google Play Store and App Store

হাইলাইট
  • JioFinance-অ্যাপটি এখন ভারতের সমস্ত Android এবং iOS ব্যবহারকারীদের জন্য
  • এটি UPI, লোন, মিউচুয়াল ফান্ড এবং ব্যাঙ্কিং-এর বৈশিষ্ট্য নিয়ে এসেছে
  • অ্যাপটি জীবন, স্বাস্থ্য এবং মোটরবীমার পরিকল্পনাগুলিও প্রদান করে
বিজ্ঞাপন

আর্থিক প্রয়োজনীয়তার ক্ষেত্রে একধাপ সমাধানের উপায় হিসেবে বিগত শুক্রবার JioFinance অ্যাপটি লঞ্চ করা হয়েছে।পূর্ববর্তী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান জিও ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড(JFSL)-এর পক্ষ থেকে এটি উন্মোচিত হয়েছে। অ্যাপটি বর্তমানে দেশের ব্যাবহারকারীদের জন্য ব্যাপকভাবে উপলব্ধ আছে,এটি UPI-এর মাধ্যমে লেনদেন, মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ এবং নিরীক্ষণ ও বিভিন্ন বিলের লেনদেন করার মতো সুবিধা প্রদান করে।উল্লেখযোগ্যভাবে এটি প্রথম মে মাসে বিটাতে প্রকাশ করা হয়েছিল এবং JFSL দাবি করে যে,এখনো পর্যন্ত ছয় মিলিয়ন মানুষজন এর পরিষেবার সুবিধা উপভোগ করেছেন।

JioFinance অ্যাপের বৈশিষ্ট্য:

JFSL-এর মতে JioFinanceঅ্যাপটি অ্যানড্রয়েডের জন্য গুগল প্লে স্টোর এবং iOS ডিভাইসগুলির জন্য অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও বিকল্প উপায়ে এটিতে Myjio প্ল্যাটফর্মের মাধ্যমেও প্রবেশ করা যাবে।

JioFinance-এর মাধ্যমে ব্যাবহারকারীরা অফলাইন ব্যবসায়ীদের QRকোড স্ক্যান করে এবং নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করে UPI-এর দ্বারা লেনদেন করতে পারবেন।এছাড়াও এটি অনলাইনের মাধ্যমে অর্থ লেনদেন এবং অন্য ব্যাবহারকারীদের অর্থ প্রদানের সুবিধা দিয়ে থাকে।অ্যাপটির আন্তর্জাতিক UPI-বৈশিষ্ট্যটির দ্বারা আন্তঃসীমান্ত অর্থপ্রদান করা যাবে। এই অ্যাপের দ্বারা নানারকম সেটিংস,যেমন-UPId মুছে ফেলা,ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করা এবং আদেশ সেট করা ইত্যাদি পরিচালনা করা যাবে। এই অ্যাপের মাধ্যমে প্রতিটি UPI লেনদেনের জন্য পুরস্কার দেওয়া হবে।

অ্যাপটি তিনটি ধাপের সাথে “Zero-Balance-Saving” অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাঙ্কিং অভিজ্ঞতাকে সহজ করে তোলার দাবি করেছে।গ্রাহকরা এই অ্যাকাউন্টটি ব্যাবহার করে NEFT এবং IMPS-এর মাধ্যমে অর্থ পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন এবং এছাড়াও প্রকৃত ডেবিট কার্ড পাবেন।

এছাড়াও JioFinance অন্যান্য লেনদেন পরিষেবা প্রদানকারী অ্যাপের মত ইউটিলিটি বিলপ্রদান, মোবাইল, FASTag, DTH রিচার্জ এবং ক্রেডিট কার্ড দ্বারা লেনদেনের সুবিধা বহন করে। loan-on-chat বৈশিষ্ট্যর সাথে ব্যাবহারকারীরা বিভিন্ন লোন পেতে পারেন,যেমন-লোন, মিউচ্যুয়াল ফান্ড,সম্পত্তি এবং হোম লোন এবং এগুলি হস্তান্তরও করতে পারবেন।

JFSLবলেছে যে,একেবারে তাদের সর্ম্পূণ পরিমাণের পরিবর্তে,শুধুমাত্র ব্যবহৃত পরিমাণের উপর সুদ দিতে হবে। JioFinance অ্যাপের লোনের সুবিধাটি সকল বেতনের কর্মী এবং MSME গ্রাহকদের জন্য উপলব্ধ আছে।

অ্যাপটি এরসাথে ইন্সুরেন্সের সুবিধাটিও নিয়ে এসেছে। ব্যাবহারকারীরা JioFinance-এর মধ্যে জীবন,স্বাস্থ্য, দুই-চাকা ও মোটর ইন্সুরেন্সের পরিকল্পনাগুলি দেখতে পারবেন এবং সেগুলির সুবিধা উপভোগ করতেপারেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: JioFinance, JioFinance app, JioFinance download
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট
 
 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ইউটিউবের এক নতুন পরিবর্তন বর্তমানে পরীক্ষার মধ্যে আছে
  2. মাত্র 39 টাকা থেকে শুরু হচ্ছে জিও কোম্পানীর নতুন আন্তর্জাতিক রিচার্জের পরিকল্পনাটি
  3. UPI,লাভজনক লেনদেন এবং লোনের সুবিধা সহJioFinance অ্যাপটি লঞ্চ করা হয়েছে
  4. One plus 13ফোনটি একদম নতুন Snapdragon 8 Gen 4 চিপসেট দ্বারা সজ্জিত হতে চলেছে
  5. হ্যাকাররা টেলিগ্রামের মাধ্যমে Star Health-এর কিছু তথ্য ফাঁস করে দিয়েছে
  6. Vivo X200 সিরিজটি পূর্ববর্তী মডেলের তুলনায় এক অপূর্ব নতুন অভিজ্ঞতা প্রদান করবে
  7. Honor X7c 4g-ফোনটি Snapdragon 685 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে
  8. এক প্রভাবশালী অনু রূপে microRNA-এর কার্যকরী ভূমিকা
  9. আসন্ন OnePlus 13-ফোনটির চিপসেটটিতে ওরিয়ন কোর থাকবে,যা ফোনটির কার্যক্ষমতার উন্নয়ন ঘটাবে
  10. Infinix Hot সিরিজের এক নতুন আকর্ষণীয় স্মার্টফোন Infinix Hot 50i
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »