এবার Mi Calendar অ্যাপ থেকে আয়কর রিটার্ন ফাইল করা যাবে। সোমবার এই কথা জানিয়েছেন কোম্পানির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমান জৈন। ClearTax এর সাথে হাত মিলিটে আয়করর রিটার্ন ফাইল করার এই ফিচার নিয়ে এসেছে Xiaomi। এই অনলাইন পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত ও কোম্পানির আয়কর রিটার্ন ফাইল করা যায়। Mi Calendar অ্যাপ এ গিয়ে 31 জুলাই দিনের উপরে গেলেই এই অ্যাপ আপনাকে আয়কর জমা দেওয়ার শেষ দিনের কথা মনের করিয়ে দেবে।
এই লিঙ্কে ক্লিক করলেই "Last day to file ITR" কথাটি স্ক্রিনে ফুটে উঠবে। এরপরে আপনার মোবাইলে নতুন একটি ট্যাব খুলে যাবে। এখানেই আয়কর রিটার্ন ফাইল করার সব সহযোগী লিঙ্ক পাওয়া যাবে। আয়কর রিটার্ন ফাইল করা ছাড়াও ClearTaxওয়েবসাইট এর মাধ্যমে আয়কর রিটার্নের সুবিধা, ফর্ম ১৬ পাওয়ার উপায়, SIP এর মাধ্যমে ট্যাক্স থেকে ছাড় পাওয়ার উপায় সহ একাধিক বিষয়ে জানতে পারবেন।
ভারত সরকারের নতুন নিয়ম অনুযায়ী 31 জুলাই এর মধ্যে আয়কর রিটার্ন ফাইল না করলে 5,000 টাকা জরিমানা দিতে হবে। এই কারনেই দেশের সব নাগরিক 31 মার্চ শেষ হওয়া আর্থিক বছরের আয়কর রিটার্ন ফাইল করতে ব্যাস্ত। সেই সময়ে নতুন এই ফিচার কোম্পানির গ্রাহকদের কাজে লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র কোম্পানির Mi A1 ফোনে এই ফিচার কাজ করবে না। Android One ফোন হোয়ার কারণে ভারতে একমাত্র Mi A1 ফোনে কোম্পানির MIUI এর পরিবর্তে স্টক Android অপারেটিং সিস্টেম চলে। এর ফলে এই ফোনে Mi Calendar অ্যাপ থাকে না।
অন্যদিকে মঙ্গলবার স্পেনে এক লঞ্চ ইভেন্তে কোম্পানির পরবর্তি Android One স্মার্টফোন Mi A2 আর Mi A2 Lite লঞ্চ হবে। তবে ভারতে এই দুটি ফোন কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন