2020 সালের আগে কোম্পানিতে 2,020 জন প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োগের কথা জানালো ভারতের এক নম্বর হোটেল অ্যাপ Oyo। শুক্রবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে গুরুগ্রামের স্টার্ট আপ কোম্পানিটি।
“Oyo তে এই মুহুর্তে 700 জন প্রযুক্তি বিশেষজ্ঞ রয়েছেন। সারা বিশ্বের 10,000 এর বেশি পার্টনারকে নিরন্তর সাহায্য করে যাচ্ছেন কোম্পানির প্রযুক্তি বিশেষজ্ঞরা।” বলে জানিয়েছেন Oyo –র প্রতিষ্ঠাতা ও সিইও রিতেশ আগ্রবাল। কোম্পানির প্রথম প্রযুক্তি সম্মেলন "Oyo Check-in 2018" তে এই কথা বলেন তিনি।
“2020 সালের আগে আরও 2,020 জন প্রযুক্তি বিশেষজ্ঞের যোগদানের ফলে কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, মেশিন লার্নিং ও IoT ডিভভাইসে আরও টাকা বিনিয়োগ করবে। এর ফলে যে কোন দামে গ্রাহক হোটেল খুঁজে পেতে সক্ষম হবেন।” বলেন তিনি।
কয়েদিন আগের LinkedIn এর ভারতের সেরা 25 স্টার্ট আপ তালিকায় শীর্ষ স্থান দখল করেছে গুরুগ্রামের স্টার্ট আপ Oyo। Oyo জানিয়েছে প্রযুক্তি সব সময় গুরুত্বপূর্ণ বদলে বড় ভুমিকা নেয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন