প্রয়োজনের সময় স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার অনুভুতি মোটেই সুখকর নয়। সম্প্রতি গবেষকরা একটি অ্যাপ তৈরী করেছেন। গবেষকরা জানিয়েছেন এই অ্যাপ ব্যবহার করলে স্মার্টফোনে পারফর্মেন্সে কোন ক্ষতি হবে না। একই সাথে ফোনের ব্যাটারি বাঁচাতে পারবে এই অ্যাপ।
সম্প্রতি এক গবেষণাপত্রে এই গবেষনার ফলাফল প্রকাশিত হয়েছে। এই গবেষনা পত্রে জানানো হয়েছে এই অ্যাপ ব্যবহার করে দিনে এক ঘন্টা বেশি ব্যাটারি ব্যাক আপ পাওয়া সম্ভব।
ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই গবেষনার অন্যতম প্রধান গবেষক ক্ষীরাসাগর নায়েক বলেন, “ওল্ীদগ্ এর নতুন মাল্টি উইন্ডো ফিচারের মাধ্যমে কম্পিউটারের মতো মোবাইলেও মালতী উইন্ডো ওপেন করে রাখা সম্ভব। কিন্তু এর ফলে অকারনে ব্যাটারি নষ্ট হয়।”
“আমরা একটি অ্যাপ ডেভেলপ করেছিল। এই অ্যাপ ইনস্টক করে ব্যবহারকারীর ফোনে কম গুরুত্বপূর্ণ অ্যাপ ব্যবহারের সময় নিজে থেকে ডিসপ্লে ব্রাইটনেস কমে যাবে।”
পরীক্ষামুলকভাবে 200 টি স্মার্টফোনে এই অ্যাপ চালানো হয়েছে। একাধিক উইন্ডো চলার সময় এই অ্যাপ ইনস্টল করা হয়েছে।
গবেষকরা লক্ষ করেছেন এই আপ্প-এর ব্যাটারি সেভার ফিচার চালু থাকলে আগের থেকে 10 থেকে 25 শতাংশ বেশি ব্যাক আপ পেয়েছেন স্মার্টফোন ব্যবহারকারী।
“আমরা সারা রাত ফোন চার্জ করি। সকালে ঘর থেকে বেরনোর সময় আমাদের ফোনের ব্যাটারি ফুল থাকে। কিন্তু পিছনে অনেক কিছু ঘটতে থাকে। যার ফলে ব্যাটারি কমতে শুরু করে। দিনের মাঝামাঝি চার্জ 30 শতাংশে এসে ঠেকে। ফলে আবার স্মার্টফোন চার্জে বসাতে হয়। এর ফলে দিনের অনেক সময় নষ্ট হয়।” বলেন নায়েক।
চার্জ নষ্ট হওয়ার সময় ফোনটি ক্রমশ গরম হতে শুরু করে। বারবার চার্জ করার ফলে ফোনের ব্যাটারির আয়ু কমতে শুরু করে। এর ফলে যে ব্যাটারি তিন বছর চলার কথা ছিল সেই ব্যাটারি দুই বছর পরেই বদলে ফেলতে হয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন