Infinix Hot 60i 5G ওয়াকি-টকি কানেক্টিভিটির সঙ্গে এসেছে। এর মাধ্যমে সিমকার্ড বা ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে।
Photo Credit: Infinix
Infinix Hot 60i 5G চারটি ভিন্ন রঙে কিনতে পারবেন
Infinix Hot 60i 5G স্টাইলিশ ডিজাইনের সঙ্গে ভারতে হাজির হল। 10,000 টাকার মধ্যে লঞ্চ হওয়া এই বাজেট স্মার্টফোনে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স রয়েছে। এটি 5 বছর ল্যাগ-মুক্ত পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ফোনটির আরও একটি বিশেষত্ব হল, ওয়াকি-টকি কানেক্টিভিটি। এর মাধ্যমে সিমকার্ড বা ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে। Infinix Hot 60i 5G এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 120Hz ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, IP64 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স, ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল, দশের বেশি ক্যামেরা মোড, AI টুলস, Folax ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এবং 3 বছর সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি।
Infinix Hot 60i 5G ভারতে 9,299 টাকায় লঞ্চ হয়েছে। এটি 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। ফোনটির অন্য কোনও মেমরি কনফিগারেশন নেই। ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করলে ইনফিনিক্সের নতুন মডেলটি 8,999 টাকার মধ্যে কিনতে পারবেন। এটি ফ্লিপকার্ট এবং নির্বাচিত রিটেল স্টোরগুলিতে 21 আগস্ট থেকে পাওয়া যাবে ও শ্যাডো ব্লু, মনসুন গ্রিন, প্লাম রেড, ও স্লিক ব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ হবে ।
Infinix Hot 60i 5G ডুয়েল টোন ডিজাইনের সঙ্গে লঞ্চ হয়েছে। ফোনটির সামনে 6.75 ইঞ্চি আইপিএস এলসিডি অলওয়েজ-অন ডিসপ্লে রয়েছে যা 60 হার্টজ/90 হার্টজ/120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন (720x1600 পিক্সেল), 20:9 স্ক্রিন রেশিও, ও সর্বাধিক 670 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি TÜV সার্টিফায়েড ও ব্যবহারকারীরা 5 বছরের ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা পাবেন বলে জানানো হয়েছে।
ইনফিনিক্স হট 60আই 5G ফোনটি ছয় ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর দ্বারা চালিত। এটি 2.5 গিগাহার্টজের দু'টি কর্টেক্স-A76 কোর ও 2.0 গিগাহার্টজ ক্লক স্পিডের ছ'টি কর্টেক্স-A55 কোর নিয়ে গঠিত। সঙ্গে Mali-G57 জিপিইউ রয়েছে। চিপটি 4 জিবি LPDDR5X র্যাম ও 128 জিবি পর্যন্ত EMMC অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। র্যাম 8 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা যাবে (4 জিবি + 4 জিবি)। মাইক্রো SD কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত মেমরি বাড়ানোর সুযোগ থাকছে।
Infinix Hot 60i 5G এর পিছনে ডুয়াল ফ্ল্যাশ, f/1.6 অ্যাপারচার ও ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনের দিকে, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে যার অ্যাপারচার f/2.0। নতুন ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম নির্ভর XOS 5.1 কাস্টম সফটওয়্যার দ্বারা পরিচালিত। ইনফিনিক্স দু'টি মেজর OS আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে বলে জানিয়েছে।
Infinix Hot 60i 5G একটি বাজেট ফোন হওয়া সত্ত্বেও বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্সে সজ্জিত। এতে সার্কেল টু সার্চ, এআই কল ট্রান্সলেশন, এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট, এআই সামারাইজেশন, ফটো এডিট করার জন্য এআই ইরেজার ও এআই ওয়ালপেপার জেনারেটর বৈশিষ্ট্য পাওয়া যাবে। ফোনটিতে 6,000mAh ব্যাটারি রয়েছে এবং এটি 18 ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন