iOS 12 ডেভেলপার লঞ্চের এক মাস পরেই Siri Shortcuts লঞ্চ হরল Apple। iOS 12 এর সাথেই গত মাসে WWDC ইভেন্টে Siri Shortcuts অ্যাপ লঞ্চের কথা ঘোষনা করেছিল Apple। আপাতত iOS 12 ডেভেলপার প্রিভিউতে নির্বাচিত কিছু ডেভেলপার এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। সেপ্টেম্বরে iOS 12 রিলিজের সাথেই সবার ফোনে এই অ্যাপ পৌঁছে যাবে। একটি মাত্র ভয়েস কমান্ড দিয়ে এই অ্যাপ এর মাধ্যমে একাধিক অ্যাকশান ট্রিগার করা সম্ভব।
শুধুমাত্র ডেভেলপারদের জন্য Siri Shortcuts এর বিটা ভার্সান লঞ্চ করেছে Apple। তাই এই অ্যাপ নিজের ডিভাইসে এই অ্যাপ পাওয়া খুব সহজ হবে না। প্রথমে একটি TestFlight অ্যাপ এর মাধ্যমে Siri Shortcuts অ্যাপ এর আবেদন করতে হবে। এরপরে আপনি যদি প্রথম ব্যাচের ডেভেলপারে সিলেক্টেড হন তবে আপনি যে ইমেল দিয়ে ডেভেলপার সেন্টারে রেজিস্টার করেছেন সেই ইমেলে Apple ইমেল করে আপনাকে জানিয়ে দেবে।
বিটা ভার্সানে এই অ্যাপ এর সব ফিচার পাওয়া যাবে না। এছাড়াও ফোন লক থাকলে এই ফিচার কাজ করছে না। অ্যাপেল ইনসাইডারে এক রিপোর্টে এই কথা জানানাও হয়েছে।
WWDC কিনোট ইভেন্টে Apple Siri Shortcuts অ্যাপ এর একাধিক চিচার দেখিয়েছিল। সেখানে আলাদা প্রিলোডেড অ্যাপ থেকে আলাদা অয়াশান দেখা গিয়েছিল। নিজের কন্ঠস্বর থেকে যে কোন শর্টকাট তৈরী করে নিতে পারবেন আপনিও।
নিজেজের অ্যাপ এর শর্টকাট তৈরীর জন্য ডেভেলপারদের স্যাম্পেল কোড দিয়েছে Apple। তবে Siri Shortcuts অ্যাপ এই পাবলিক রিলিজ হবে কবে তা জানায়নি Apple। তবে মনে করা হচ্ছে সেপ্টেম্ববে iOS 12 এর পাবলিক রিলিজের সাথেই রিলিজ হবে নতুন Siri Shortcuts অ্যাপ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন