Flipkart Republic Day Sale 2026 offering discounts up to Rs. 40,000 on smart TVs
Photo Credit: Unsplash/BoliviaInteligente
Flipkart Republic Day Sale 2026 আজ থেকে সমস্ত গ্রাহকদের জন্য লাইভ হয়েছে। গতকাল Black ও Plus মেম্বারদের সেলের অ্যাক্সেস দেওয়া হয়েছিল। ফ্লিপকার্ট তাদের রিপাবলিক ডে সেলে স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ-সহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সে বড়সড় ডিসকাউন্ট দিচ্ছে। ফেব্রুয়ারি থেকে T20 বিশ্বকাপের দামামা বেজে যাচ্ছে। আপনি যদি বড় স্ক্রিনে ভারতীয় ক্রিকেট টিমের খেলা দেখতে চান, তাহলে 50 ইঞ্চির 4K স্মার্ট টিভিতে বিশাল অঙ্কের ছাড় পেতে পারেন। এর পাশাপাশি ব্যাঙ্ক অফার ও ক্যাশব্যাক অফার অর্ন্তভুক্ত করলে সাশ্রয়ের অঙ্ক আরও বেড়ে যাবে। Motorola, Lumio Vision, Haier, Philips-এর মতো নামি দামি ব্র্যান্ডের টিভিতে সেল চলছে।
ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেলে মোটোরোলা 50 ইঞ্চি 4K স্মার্ট টিভি 28,999 টাকায় কেনা যাবে, যেখানে লিস্টিং প্রাইস 69,099 টাকা। অর্থাৎ প্রায় 40,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে 1,500 টাকা ডিসকাউন্ট মিলবে। এই টিভিতে Dolby Vision, Dolby Atmos, এবং MediaTek-এর কোয়াড কোর প্রসেসর আছে।
Motorola 50 ইঞ্চি স্মার্ট টিভি 28,999 টাকায় এখানে কিনুন।
ফ্লিপকার্ট সেলে 32,999 টাকা দামের 50 ইঞ্চি ফিলিপস স্মার্ট টিভির দাম কমে 23,999 টাকায় চলে এসেছে। এছাড়াও, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,250 টাকা অতিরিক্ত ছাড় মিলবে। এতে HDR10+, 4K ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, Dolby Vision, এবং Dolby Atmos-এর মতো ফিচার্স আছে।
Philips 4K টিভি এখানে 23,999 টাকায় কিনুন।
Lumio Vision 7 হল একটি ব্র্যান্ড-নিউ স্মার্ট টিভি যা ফ্লিপকার্টে বিশাল \ছাড়ে বিক্রি হচ্ছে। এই QLED Ultra HD (4K) টিভি 32,499 টাকায় কেনা যাবে। এর লিস্টিং প্রাইস 58,999 টাকা। এই টিভিতে 3 জিবি র্যাম, 400 নিট ব্রাইটনেস, ও Dolby Vision প্রযুক্তি রয়েছে।
Lumio Vision 7 এখানে 32,499 টাকায় কিনুন।
ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেলে Haier H5E বিক্রি হচ্ছে 30,990 টাকায়৷ এই 4K QLED স্মার্ট টেলিভিশনের লিস্টিং প্রাইস 55,990 টাকা। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাওয়া যাবে।
Haier H5E এখানে 30,990 টাকায় কিনুন।
ফ্লিপকার্ট সেলে 53,999 টাকা দামের 50 ইঞ্চি ফিলিপস স্মার্ট টিভির দাম কমে 29,999 টাকায় চলে এসেছে। এছাড়াও, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,00 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। টিভিতে 48W সাউন্ড সিস্টেম, গেম মোড, Dolby Vision, এবং কোয়াড স্পিকার সেটআপের মতো ফিচার্স বর্তমান।
Hisense 50E75Q এখানে 29,990 টাকায় কিনুন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.