কমিশনের ECINET অ্যাপে খসড়া ভোটার তালিকায় নাম আছে কিনা দেখা যাচ্ছে
Photo Credit: X/ CEO West Bengal
পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন পর্ব শেষ হয়েছে। আর আজ বৈধ ভোটারদের খসড়া তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, খসড়া ভোটার তালিকায় 7 কোটি 8 লক্ষের বেশি মানুষের নাম ছাপার সম্ভাবনা। শোনা যাচ্ছে, লিস্ট থেকে প্রায় 58 লক্ষ নাম বাদ যেতে পারে। আপনার কাছে ইন্টারনেট-যুক্ত একটি স্মার্টফোন, PC বা ল্যাপটপ থাকলেই খসড়া তালিকায় নিজের নাম আছে কিনা, তা নিজের ঘরে বসেই যাচাই করতে পারবেন। নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট দিচ্ছে সেই সুযোগ। চলুন দেখে নিই কীভাবে সেই খসড়া ভোটার তালিকার অ্যাক্সেস পাওয়া যাবে।
নির্বাচন কমিশনের নিজস্ব অ্যাপ হল ECINET বা ইসিআইএনইটি। প্লে স্টোরে গিয়ে এই নাম সার্চ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অ্যাপ খুঁজুন। সেখান থেকে স্মার্টফোনে ইনস্টল করে নিন। ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার পর ফোনে অ্যাপটি খুলুন। হোমপেজে একাধিক অপশন দেখতে পাবেন। আপনার একমাত্র কাজ হল ডানদিকে সবুজ রঙের বক্সে 'সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট' লেখার উপর ক্লিক করা।
বক্সে ক্লিক করা মাত্রই একটি নতুন পেজ খুলে যাবে। তারপর সার্চ বাই 'ভোটার আইডি/এপিক' অপশনে ক্লিক করে নিজের তথ্য দিন। তারপর সার্চ বাটন চাপলেই যে কেউ জেনে যেতে পারবেন, সংশ্লিষ্ট ভোটারের নাম খসড়া তালিকায় আছে কিনা। আপনি অ্যাপের পাশাপাশি ওয়েবসাইট থেকেও নিজের নাম যাচাই করতে পারবেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ক্লিক করেও খসড়া তালিকায় নাম দেখে নেওয়া যাবে। আমরা পাঠকদের সুবিধার্ধে প্রথম বাক্যটি হাইপারলিঙ্ক করে দিয়েছি। ক্লিক করলে যে পেজ খুলবে সেখানে 'সার্চ ইয়োর নেম ইন ইলেক্টোরাল' অপশনে ক্লিক করুন। সেখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে নিজের ভাষা বেছে নিন। তারপর এপিক নম্বর ও রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বেছে নিন।
এরপর ক্যাপচা কোড পূরণ করে সার্চ করুন। খসড়া তালিকায় নাম থাকলেই সেখানে নিজের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। ক্যাপচা পূরণ করার আগে ভাল করে দেখে নেবেন, বিকৃত করা অক্ষর ও সংখ্যাগুলো যথাযথ লিখছেন কিনা। ক্যাপচা ভুল হলে কিন্তু আপনি নাম দেখতে পাবেন না।
এছাড়াও, অফলাইনেও খসড়া তালিকায় নাম দেখা যাবে। রাজ্যের সকল BLO-এর কাছে হার্ড কপি থাকবে। আপনি নিজের এলাকার বিএলও-এর কাছে গিয়ে নিজের নাম যাচাই করতে পারবেন। নির্বাচন কমিশনের তরফেও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কাছে সফট কপি তুলে দেওয়া হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.