হেডফোনের উপর অসাধারণ অফার নিয়ে চলে এলো অ্যামাজন এর সেল।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 8 অগাস্ট 2024 13:07 IST
হাইলাইট
  • অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল-6- থেকে 11 আগস্ট পর্যন্ত।
  • বিভিন্ন কোম্পানি যেমন JBL, OnePlus, Oppo, Realme, Boat-এর TWS earbuds ছ
  • এছাড়াও বেশ কিছু ইলেকট্রনিক পণ্য ছাড়ের হারে পাওয়া যাচ্ছে।

Photo Credit: Gadgets 360

অ্যামাজন নিয়ে এসেছে তাদের সব থেকে বড় সেল- অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল 2024। এই সেলের মাধ্যমে পেয়ে যাচ্ছেন অত্যাধুনিক সমস্ত জিনিসপত্র। এখানে বিভিন্ন জিনিসের দামের উপর থাকছে অবিশ্বাস্য ছাড়। ফ্যাশন, ইলেকট্রনিক্স পণ্য, দৈনন্দিন জীবনের ব্যবহৃত জিনিস উপর থাকছে দুর্দান্ত অফার। যেমন ল্যাপটপ, ট্যাব,মোবাইল ফোন, TWS ইয়ার বাড,হেডফোন ইত্যাদি পাওয়া যাচ্ছে তাদের নিজস্ব দামের তুলনায় অনেক কম দামে। এছাড়াও থাকছে বিভিন্ন জিনিসের সাথে এক্সচেঞ্জ ডিসকাউন্ট , পুরোনো জিনিস এক্সচেঞ্জ করে নতুন জিনিস নেওয়াতে থাকছে ছাড় এবং অ্যামাজন পে ভিত্তিক ডিসকাউন্ট ও ক্যাশ ব্যাক অফার।

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল এ পাওয়া যাচ্ছে নানা রকমের ইয়ার বাড এর উপর বিশেষ ছাড়। যেমন -JBL, One plus, Oppo, Realme - এই সমস্ত ব্র্যান্ডেড ইয়ার বাড গুলির মধ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেমন - ব্লুটুথ কানেক্টিভিটি, ফার্স্ট চার্জিং, কম লেটেন্সি এবং এক্টিভ নয়েজ ক্যান্সেলেশন যুক্ত,এই সমস্ত ইয়ার বাড গুলো থাকছে আকর্ষণীয় দামের সাথে।এই সমস্ত ইয়ার বাড গুলিতে ধূলো এবং জল প্রতিরোধের জন্য ব্যবস্থা করা আছে।এই সব ইয়ার বাড গুলো বাজারের দামের তুলনায় অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। গ্রাহকেরা SBI ক্রেডিট কার্ড এবং EMI এর মাধ্যমে পে করলে 10% পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়াও অ্যামাজন পে তেও ছাড় পাওয়া যাবে। তাই শীঘ্রই দেখে নিন অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল।

Product Deal Price MRP
OnePlus Nord Buds 2r Rs. 1,698 Rs. 2,299
Boat Airdopes 141 Rs. 1,299 Rs. 5,990
Noise Buds N1 Rs. 1,099 Rs. 3,499
Oppo Enco Air 3 Pro Rs. 3,798 Rs. 7,999
Realme Buds T300 Rs. 1,999 Rs. 3,999
PTron Bassbuds Duo Pro Rs. 599 Rs. 2,899
JBL Wave Flex Rs. 2,299 Rs. 4,999
Truke Buds Liberty Rs. 1,498 Rs. 6,999
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা, 7,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Xiaomi 17 Pro ও 17 Pro Max, সামনে-পিছনে দু'দিকই ডিসপ্লে!
  2. Apple-এর ঘুম কেড়ে লঞ্চ হল Xiaomi 17, ক্যামেরা ও ফিচার্সে iPhone 17-কে টেক্কা
  3. টাচ করলেই পাল্টাবে ডিজাইন! অবিশ্বাস্য ফিচার নিয়ে হাজির Oppo Reno 14 5G Diwali Edition
  4. ভিডিও আর দেখা যাচ্ছে না, YouTube-এর নতুন নিয়মের গেরোয় ভুক্তভোগী ইউজাররা
  5. ফোনকে দেবে চার্জ, বিশাল 12,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Pad 2 Pro ট্যাব
  6. সবচেয়ে সস্তায় 72 দিনের প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা
  7. 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং ও দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল স্টাইলিশ Oppo A6 Pro স্মার্টফোন
  8. 6,500mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দারুণ 5G স্মার্টফোন আনল Vivo
  9. DSLR ভুলে যান, Oppo Find X8 সিরিজে থাকবে Hasselblad-এর চারটি ক্যামেরা
  10. হাতে ধরলেই বদলে যাবে রঙ, প্রথম লুকেই তাক লাগাল iQOO 15
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.