দুর্দান্ত সমস্ত অফারের সাথে এসে গেলো 2025 সালের অ্যামাজন গ্রেট সামার সেল

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 1 মে 2025 22:09 IST
হাইলাইট
  • সমস্ত গ্রাহকদের জন্য সেলটি 1ই মে দুপুর 12টা থেকে লাইভ হবে
  • অ্যামাজন-পে সার্ভিসটি প্রতি মাসে 299 টাকার বিনিময়ে পাওয়া যাবে
  • সেলটি অ্যামাজন ডিভাইসের উপর ছাড় নিয়ে এসেছে

অ্যামাজন গ্রেট সামার সেল ২০২৫ স্মার্টফোন এবং আনুষাঙ্গিকগুলিতে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ের প্রতিশ্রুতি দেয়

Photo Credit: Amazon

বৃহস্পতিবার মধ্যরাত (12am) থেকে অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য শুরু হতে চলেছে অ্যামাজন গ্রেট সামার সেল 2025। সমস্ত গ্রাহকদের জন্য দুপুর 12টা থেকে ডিল এবং ছাড় দেওয়া শুরু হবে। এই বিপুল ছাড়ের সেলটি বিভিন্ন পণ্য যেমন ইলেকট্রনিক, ফ্যাশন, বাড়ির এবং রান্নাঘরের জিনিসপত্রের উপর 80% পর্যন্ত ছাড় নিয়ে এসেছে। অ্যামাজন HDFC ব্যাংকের সাথে তাদের ক্রেডিট কার্ড এবং EMI-এর লেনদেনের উপর তাৎক্ষণিক অতিরিক্ত ছাড় দিচ্ছে। এছাড়াও আগ্রহী গ্রাহকরা কুপন ভিত্তিক ছাড় পাবেন।অ্যামাজনের গ্রেট সামার সেল 2025 কবে হবে?অ্যামাজন প্রাইম সাবক্রিপশনের সাথে গ্রাহকরা 2025 সালের গ্রেট সামার সেলে 1লা মে মধ্যরাত (12am) থেকে প্রবেশাধিকার পাবে। যে সব গ্রাহকদের প্রাইম মেম্বারশিপ নেই, সমস্ত গ্রাহকদের জন্য সেলটি চালু হওয়ার পর্যন্ত তাদের 12-ঘণ্টা অপেক্ষা করতে হবে।

অ্যামাজনের তরফে এখনও সেলটি সমাপ্ত কখন হবে সে সংক্রান্ত কিছু জানায়নি, কিন্তু অনুমান করা হচ্ছে যে, কিছুদিন পর্যন্ত অবশ্যই এটি চলবে। যাই হোক যদি আপনি ইতিমধ্যেই জানেন যে কি আপনি কিনতে চান এবং কার দাম কম, তাহলে সেগুলিকে এই অফার থাকাকালীন কিনে লাভবান হতে পারেন।

কিভাবে অ্যামাজন গ্রেট সামার সেলে তাড়াতাড়ি প্রবেশাধিকার পাবেন?

এই সেলে আগে ভাগে কিনতে হলে, আপনাদের অ্যামাজন প্রাইমে সাবক্রিপশনের প্রয়োজন হবে। ভারতে এক মাসের জন্য অ্যামাজন প্রাইমের দাম হচ্ছে 299টাকা এবং তিন মাসের জন্য 599 টাকা। ভারতে বাৎসরিক সাবক্রিপশনের দাম 1,499টাকা। এছাড়াও নতুন ব্যবহারকারীদের জন্য 30 দিনের বিনামূল্যে ট্রায়াল আছে।

গ্রাহকরা বাৎসরিক প্রাইম লাইট প্ল্যানটি 799-টাকার বিনিময়ে কিনতে পারবেন এবং বাৎসরিক প্রাইম শপিং এডিশন প্ল্যানটির দাম 399-টাকা। বিনামূল্যে শিপিং-এর পাশাপাশি প্রাইম সদস্যরা প্রাইম ভিডিও এবং প্রাইম মিউজিকেও প্রবেশাধিকার পাবে।

অ্যামাজন গ্রেট সামার সেল 2025: টিজ করা হলো ডিল এবং অফার:

ই-কমার্স ওয়েবসাইটটি একটি ডেডিকেটেড মাইক্রোসাইটটের মাধ্যমে টিজ করতে শুরু করেছে। 2025 সালের অ্যামাজন গ্রেট সামার সেলটি স্মার্টফোন এবং আনুষঙ্গিক উপকরণগুলির উপর 40% পর্যন্ত ছাড় এবং ট্যাবলেটগুলির উপর 60% পর্যন্ত ছাড়ের দাবি করেছে। এছাড়াও বাড়ির জিনিসপত্র, স্মার্টটিভি এবং প্রজেক্টারগুলির উপর 65% ছাড় দেবে বলে জানিয়েছে। এটি ট্রাভেল বুকিংয়ের উপর 40% ছাড় এনেছে।

মোবাইল এবং আনুষাঙ্গিক জিনিসপত্র:

Apple, iQOO, OnePlus, Samsung, Realme এবং Xiaomi কোম্পানির ফোনগুলি কম দামে পাওয়া যাবে। এছাড়াও তালিকায় Samsung Galaxy S24 Ultra, iPhone 15 এবং OnePlus 13R ফোনটিকে ছাড়ের সাথে দেওয়া হয়েছে। সেল চলাকালীন Galaxy A55 5G এবং Galaxy M35 5G ফোনগুলোকে ছাড়ের দামের সাথে টিজ করা হয়েছে।

14-ইঞ্চির Xiaomi Smart TV A Pro এবং 55-ইঞ্চির Sony Bravia 3 Series 4K Ultra HD TV টিভিগুলিকে ছাড়ের দামের সাথে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও সেলটি ছাড়ের সাথে অ্যামাজন ডিভাইসগুলিও নিয়ে এসেছে।

এছাড়াও অ্যামাজন HDFC কার্ডের মাধ্যমে কেনাকাটার এবং EMI লেনদেনের উপর 10% তাৎক্ষণিক ছাড় অফার করছে। গ্রাহকরা No-Cost-EMI-এর অফার এবং অ্যামাজন-পে ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার উপর অফার পাবে। এখানে পরিবর্তনের ছাড় এবং কুপন ভিত্তিক ছাড়ও পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও আইফোনের মতো লুকস নিয়ে Oppo Reno 15c 5G ভারতে এল, দাম জেনে নিন
  2. 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির Realme 16 Pro সিরিজের সেল শুরু হল, 5,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি
  3. 108MP ক্যামেরার Redmi Note 15 5G স্মার্টফোনে ধামাকা সেল, 3000 টাকা ছাড়ে কেনার সুবর্ণ সুযোগ
  4. Gmail: জিমেইল আর আগের মতো নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার স্পর্শে রাতারাতি বদলে গেল
  5. Itel Zeno 20 Max মাত্র 5,799 টাকায় আইফোনের মতো ফিচার নিয়ে লঞ্চ হল
  6. Oppo Pad 5: খাতায় পেন দিয়ে লেখার মতো অভিজ্ঞতা দেবে ওপ্পোর নতুন ট্যাব, স্টুডেন্টদের জন্য গেমচেঞ্জার
  7. OnePlus Turbo 6 সিরিজ বাজার কাঁপিয়ে বিশাল 9000mAh ব্যাটারি ও 16GB র‍্যামের সাথে লঞ্চ হল
  8. 6,500mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরার সঙ্গে Poco M8 Pro 5G হাজির, নেটওয়ার্ক ছাড়াই করবে কল!
  9. Oppo Reno 15 সিরিজ ভারতে 200MP ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Poco M8 5G ভারতে 3D কার্ভড ডিসপ্লে ও 4K ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, প্রথম সেলে 3,000 টাকা ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.