ভারতে শুরু হয়ে গিয়েছে 2025 সালের অ্যামাজন গ্রেট সামার সেল। সেলটি প্রাইম সদস্যদের জন্য 1মে রাত্রি 12 টায় অগ্রিম শুরু হয়েছিল এবং অন্যান্য সাধারণদের জন্য 12 ঘণ্টা পর শুরু হয়েছিল। সেলটি অসাধারণ সমস্ত অফার নিয়ে হাজির হয়েছে
ভারতে 1মে থেকে শুরু হতে চলেছে 2025 সালের অ্যামাজন গ্রেট সামার সেল। অ্যামাজনের এই সেলটি প্রাইম সদস্যদের জন্য অগ্রিম প্রবেশাধিকার নিয়ে এসেছে, তারা 1 মে রাত্রি 12-টা থেকে সেলটিতে কেনাকাটা শুরু করতে পারবে। অন্যদিকে অন্যান্য গ্রাহকরা দুপুর 12টা থেকে কেনাকাটা করতে পারবে