ধর্মশালায় প্রথম টি২০ ম্যাচ খেলতে নামার আগে বিরাট কোহলি বলেছিলেন, তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলেন তখন তাঁর সামনে অনেক সুযোগ ছিল না। এবং বর্তমানের প্লেয়ারদের সামনেও নিজেকে প্রমান করার সময় খুবই সামান্যই। কিন্তু সেই ম্যাচে মাঠে বলই গড়ায়নি। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গিয়েছিল। মোহালিতে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে ক্যাপ্টেন কোহলির চওড়া ব্যাটে ভর করে জয় পেয়েছে ভারত। এই সিরিজে আলোচনার মধ্যে রয়েছে রিষভ পান্ত। ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে তরুন উইকেটকিপারকে। টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে ‘‘ও বার বার নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসতে পারে না।''
কবে হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ ম্যাচটি হবে ২২ সেপ্টেম্বর ২০১৯।
কোথায় হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ ম্যাচটি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
কোন সময়ে হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ ম্যাচটি হবে রবিবার ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে।
কীভাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ ম্যাচের লাইভ স্কোর দেখবেন?
NDTV -র পেজে এই ম্যাচের লাইভ স্কোর দেখতে পাবে। লাইভ স্কোর দেখতে এখানে ক্লিক করুন।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ ম্যাচ অনলাইনে লাইভ দেখবেন কীভাবে?
হটস্টার থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
কোন টিভি চ্যানেলে দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন