Grok AI: মহিলাদের অশালীন ছবি তৈরির বিতর্কে এই দেশে নিষিদ্ধ হল ইলন মাস্কের গ্রোক AI

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 জানুয়ারী 2026 21:20 IST
হাইলাইট
  • Grok AI ইন্দোনেশিয়াতে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছে
  • চ্যাটবটের বিরুদ্ধে মহিলা ও শিশুদের বিকৃতি ছবি তৈরির অভিযোগ উঠেছে
  • ব্রিটিশ সরকার সম্পুর্ণ X সমাজমাধ্যমকেই নিষিদ্ধ করার কথা ভাবছে

Indonesia has become the first country to block Elon Musk’s Grok AI chatbot

Photo Credit: Unsplsh/Salvador Rios

X ব্যবহারকারীদের নির্দেশে সম্মতি ছাড়াই মহিলা এবং শিশুদের ছবি বিকৃত করার অভিযোগে বিশ্বজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে AI চ্যাটবট Grok৷ কৃত্রিম বুদ্ধিমত্তার এ হেন অপব্যবহারে অসন্তুষ্ট ভারত সরকার ইতিমধ্যেই ইলন মাক্সের মালিকানধীন সমাজমাধ্যমকে নোটিশ ধরিয়েছে৷ এই আবহে ইন্দোনেশিয়া গ্রোক ব্যান করেছে৷ বস্তুত এই প্রথম কোনও দেশ চ্যাটবটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ অভিযোগ ছিল, অনলাইনে হাজার হাজার X ইউজারের নির্দেশে গ্রোক ডিজিটাল উপায়ে নারীদের ও কখনও কখনও শিশুদের অশালীন পোশাকবিহীন ছবি বানিয়ে দিয়েছে৷ তাই চ্যাটবটের অ্যাক্সেস সাময়িকভাবে বন্ধ রেখেছে ইন্দোনেশিয়ার সরকার৷ 

ইলন মাস্কের Gork AI চ্যাটবট ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ হল  

গত সপ্তাহ থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত৷ X খোলা মাত্রই দেখা গিয়েছে, হাজার হাজার ব্যবহারকারী গ্রোক চ্যাটবটকে ট্যাগ করে নারীদের পোশাক খুলে বিকৃত ছবি বানানোর নির্দেশ দিচ্ছে৷ প্রভুর আজ্ঞা মেনে চলার মতো সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে চ্যাটবট৷ যার ফলে অশ্লীল কনটেন্টে ছেয়ে গিয়েছিল এক্স৷ গ্রোকের এমন পোশাকহীন অবমাননাকর ছবি তৈরির ক্ষমতা নিয়েই বিতর্কের ঝড়৷

ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী হাফিদের বক্তব্য উদ্ধৃত করে রয়টার্স বলেছে, "বিনা সম্মতিতে অশালীন ডিপফেক তৈরি করাকে সরকার মানবিধাকার, মানবিক মর্যাদা, ও ডিজিটাল পরিসরে নাগরিকদের নিরাপত্তার গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে৷" 

ইন্দোনেশিয়ার আন্তারা নিউজের প্রতিবেদন অনুসারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি বিবস্ত্র ছবি থেকে নারী, শিশু, ও সাধারণ মানুষের মানসিক ও সামাজিক অবস্থার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে৷ তাই সেই ক্ষতি আগাম ঠেকাতে গ্রোক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশের সরকার৷ 

জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার সরকার ইতিমধ্যেই X-এর কাছে সমন পাঠিয়ে গোটা বিষয়টির ব্যাখ্যা চেয়েছে৷ এর জন্য ইলন মাস্কের সংস্থাটির কর্মকতাদের হাজির হয়ে Grok-এর কনফিগারেশন স্পষ্ট করতে হবে৷ চ্যাটবটে সাময়িকভাবে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে ও ভবিষ্যতে সেই ব্লক তোলা হবে কিনা, তা Gork-এর অনৈতিক কনটেন্ট তৈরি বন্ধ করার উপর নির্ভর করছে৷

Grok AI-এর অপব্যবহার নিয়ে ইলন মাক্স কী বলছেন?

ইলন মাক্স ও তাঁর সংস্থা xAI ইউজারদের সতর্ক করে জানিয়েছে, গ্রোক চ্যাটবটকে কোনও ধরনের অনৈতিক কাছে ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি স্পষ্ট করেছেন, গ্রোক ব্যবহার করে যারা অবৈধ কনটেন্ট তৈরি করবে, তাদেরকে ঠিক একই পরিণতির সম্মুখীন হতে হবে, যেমনটা অবৈধ কনটেন্ট আপলোড করলে হতে হয়। অর্থাৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্য দিকে, ডিপফেক কান্ডে যুক্তরাজ্যে X নিষিদ্ধ হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। জল এখন কতদূর গড়ায়, সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Grok, Grok Ban, X, AI, Artificial Intelligence, AI images, Elon Mask
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Grok AI: মহিলাদের অশালীন ছবি তৈরির বিতর্কে এই দেশে নিষিদ্ধ হল ইলন মাস্কের গ্রোক AI
  2. 8,000 টাকা দাম কমল Google-এর পিওর Android স্মার্টফোনের, কোথায় বিক্রি হচ্ছে দেখুন
  3. Amazon ঘোষণা করল Great Republic Day Sale 2026-এর, স্মার্টফোন-ল্যাপটপে বিরাট ছাড়
  4. 50MP সেলফি ক্যামেরা ও আইফোনের মতো লুকস নিয়ে Oppo Reno 15c 5G ভারতে এল, দাম জেনে নিন
  5. 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির Realme 16 Pro সিরিজের সেল শুরু হল, 5,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি
  6. 108MP ক্যামেরার Redmi Note 15 5G স্মার্টফোনে ধামাকা সেল, 3000 টাকা ছাড়ে কেনার সুবর্ণ সুযোগ
  7. Gmail: জিমেইল আর আগের মতো নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার স্পর্শে রাতারাতি বদলে গেল
  8. Itel Zeno 20 Max মাত্র 5,799 টাকায় আইফোনের মতো ফিচার নিয়ে লঞ্চ হল
  9. Oppo Pad 5: খাতায় পেন দিয়ে লেখার মতো অভিজ্ঞতা দেবে ওপ্পোর নতুন ট্যাব, স্টুডেন্টদের জন্য গেমচেঞ্জার
  10. OnePlus Turbo 6 সিরিজ বাজার কাঁপিয়ে বিশাল 9000mAh ব্যাটারি ও 16GB র‍্যামের সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.