Android ও iOS দুই জনপ্রিয় প্ল্যাটফর্মেই লঞ্চ হয়েছে নতুন এই VPN সার্ভিস।এছাড়াও ডেক্সটপে Windows ও Mac অপারেটিং সিস্টেমেই ইনস্টল করা যাবে নতুন VPNhub
VPN সার্ভিস চালু করল অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট সাইট PornHub
নিজেদের VPN সার্ভিস চালু করল অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট সাইট PornHub। বিনামূল্যে আনলিমিটেড ব্যান্ডউইথ পাওয়া যাবে নতুন এই VPN সার্ভিসে। VPNhub নামের নতুন এই সার্ভিসে এনক্রিপ্ট করে সিকিওর করে ফেলা যাবে আপনার ব্রাউজিং ডাটা। ফলে আপনি নিজের ডিভাইসে কি ব্রাউজ করছেন তা জানতে পারবে না অন্য কেউ। এছাড়াও আপনার দেশে যদি কোন ওয়াবসাইট ব্যান থাকে এই সার্ভিস ব্যাবহার করে সেই ওয়েবসাইটে লগ ইন করতে পারা যাবে। ডেক্সটপ ও স্মার্টফোন দুই প্ল্যাটফর্মের জন্যই লঞ্চ হয়েছে এই VPN সার্ভিস।
Android ও iOS দুই জনপ্রিয় প্ল্যাটফর্মেই লঞ্চ হয়েছে নতুন এই VPN সার্ভিস। এছাড়াও ডেক্সটপে Windows ও Mac দুই অপারেটিং সিস্টেমেই ইনস্টল করা যাবে নতুন VPNhub। মোবাইল প্ল্যাটফর্মে সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড ব্যান্ডউইথ ব্যাবহার করতে পারবেন গ্রাহকরা। এর জন্য যদিও গ্রাহকদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করবে PornHub। একই সাথে আপনি মোবাইল থেকে PornHub ব্রাউজ করলে সেই তথ্য সপূর্ণ গোপন থেকে যাবে VPNhub ব্যাবহারের ফলে।
বহু দেশেই লঞ্চ হবে এই VPN সার্ভিস। তবে আমেরিকা যে সব দেশের সাথে ব্যাবসা করে না সেই দেশহুলিতে লঞ্চ হবে না VPNhub। এর মধ্যে অন্যতম মায়ানমার, কিউবা, দক্ষিণ কোরিয়া, ইরান, সুদান ও সিরিয়া। এছাড়াও সৌদি আরব, চিন ও মিশরের মতো দেশে এই সার্ভিস নিষিদ্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কোম্পানি।
ফ্রি অপশানের পাশাপাশি ভারতে VPNhub ব্যাবহারে একটি প্রিমিয়াম সার্ভিস চালু করবে PornHub। এই সার্ভিস ব্যাবহারে খরচ হবে মাসে 720 টাকা। এছাড়াও VPNhub এর প্রিমিয়াম সার্ভিসের বার্ষিক সাবস্ক্রিপশানে খরচ হবে 3,950 টাকা। এর বিনিময়ে আপনাকে দেখতে হবে না কোন বিজ্ঞাপন। যদিও প্রথমে বিনামূল্যে 7 দিনের ফ্রি ট্রায়াল ব্যাবহার করে দেখে নিতে পারবেন গ্রাহকরা। প্রিমিয়াম গ্রাহিকরা একসাথে তিনটি ডিভাইসে VPNhub ব্যাবহার করতে পারবেন। একটি মাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপশানে iPhone, iPad, Android ফোন ও ট্যাবলেট, Windows ও Mac ডেক্সটপ ও নোটবুক ধরনের ডিভাইসেই কোম্পানির প্রিমিয়াম সার্ভিস ব্যাবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters