ভারতে খুব শীঘ্রই Snapdragon X CPU গুলি লঞ্চ করা হবে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 10 ফেব্রুয়ারি 2025 12:09 IST
হাইলাইট
  • Snapdragon X চিপগুলি হলো আটটি ওরিয়ন CPU কোর দ্বারা নির্মিত একটি 4nm প্
  • এগুলি ভারতে আগামী 24 ফেব্রুয়ারী লঞ্চ হতে চলেছে
  • কোম্পানি দাবি করেছে যে, তাদের নতুন প্লাটফর্মটি 45 TOPS AI কার্যক্ষমতা প

স্ন্যাপড্রাগন এক্স প্রসেসরগুলি সাশ্রয়ী মূল্যের পিসিগুলির জন্য ডিজাইন করা হয়েছে

Photo Credit: Qualcomm

Snapdragon India বিগত বুধবার ঘোষণা করেছে যে তারা ভারতে খুব শীঘ্রই Snapdragon X CPU-টি লঞ্চ করতে চলেছে। এটি বিগত মাসে হওয়া 2025 সালের কনজিউমার ইলেকট্রনিক্সের অনুষ্ঠানে (CES) উন্মোচিত করা হয় এবং এই চিপসেটগুলির লক্ষ্য হলো Intel এবং AMD এর মতো অন্যান্য কোম্পানির থেকে সাশ্রয়ী অফারগুলির সাথে প্রতিযোগিতা করা। তাদের বিশ্বের প্রতিপক্ষের মতোই Snapdragon X CPU-গুলি একটি ডেডিকেটেড নিউরাল প্রসেসিং ইউনিটের সাহায্যে (NPU) কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ফিচারগুলিকে সাহায্য করবে। কোম্পানি অনুমান করছে যে, তাদের নতুন প্লাটফর্মটি বিশ্বের বাজারে $600 (প্রায় 51,400)-র নিচের ল্যাপটপগুলিকে চালাতে পারবে এবং এই একই কৌশল ভারতের জন্যও প্রযোজ্য হতে পারে।

ভারতে কোয়ালকম Snapdragon X CPU-এর লঞ্চের তারিখ এবং আনুমানিক স্পেসিফিকেশন:

একটি X-পোস্টের মাধ্যমে Snapdragon India ঘোষণা করেছে যে, তারা Snapdragon X প্লাটফর্মটি দেশের বাজারে আগামী 24সে ফেব্রুয়ারী লঞ্চ করতে চলেছে। যদিও এই চিপ নির্মাতারা এখনও পর্যন্ত আর কোনো তথ্য প্রকাশ করেনি, শুধু অনুষ্ঠানটিকে “AI PCs for Everyone' বলে চিহ্নিত করেছে, যেটি থেকে অনুমান করা হচ্ছে যে, নতুন প্রসেসরটির লক্ষ্য হলো, সাশ্রয়ী দামের সাথে AI-ভিত্তিক কার্যক্ষমতাগুলি প্রদান করা। কোম্পানির মতে, এই প্লাটফর্মটি বিভিন্ন থার্মাল ডিজাইন এবং ফর্ম ফ্যাক্টরের উপর কাজ করতে পারবে।

তাদের বিশ্বের প্রতিপক্ষের মতোই কোয়ালকমের Snapdragon X CPU-গুলি একটি 4-ন্যানোমিটার ফেব্রিক্রেশন প্রক্রিয়ার তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে, যার মধ্যে 3GHz-এর সর্বোচ্চ ক্লক স্পিডের সাথে আটটি ওরিয়ন CPU কোর যুক্ত করা আছে। এটি Snapdragon X plus এবং Elite বিকল্পগুলির থেকে নিম্নমানের,যেটিতে যথাক্রমে 3.4GHz এবং 3.8GHz পর্যন্ত ক্লক স্পিড আছে। অন্যদিকে কোয়ালকমের Adreno GPU 4K/60Hz-তে সর্বোচ্চ তিনটি বহির্ভূত ডিসপ্লের সমর্থন করবে।

চিপটি 30MB মোট cache এবং 135 জিবি মেমোরি ব্যান্ডউইথের সাথে সর্বোচ্চ 64 জিবি LPDDR5X RAM সমর্থন করে।এই কোম্পানিটি এটিকে HEXAGON NPU দিয়েছে যেটি 45 ট্রিলিয়ন অপারেশন প্রতি সেকেন্ড এর AI কাজ করতে পারবে। যে সমস্ত ডিভাইসগুলি Snapdragon X চিপটির মাধ্যমে চলবে, সেগুলি আনুষ্ঠানিকভাবে Microsoft Copilot+PC-র সার্টিফিকেট পাবে।

কোম্পানি দাবি করেছে যে, নতুন চিপসেটটি দুইগুণ বেশি ব্যাটারী লাইফ প্রদান করবে এবং অন্যান্য প্রতিযোগী প্রসেসরের তুলনায় 163% দ্রুত কার্যক্ষমতা দেবে। এছাড়াও এই প্লাটফর্মটি 5G, WiFi 7, ব্লুটুথ 5.4 এবং USB 4 Type-C এর সংযোগ ব্যবস্থাকে সমর্থন করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P3 Lite 5G লঞ্চ হল 10,499 টাকায়, 6,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা রয়েছে
  2. সস্তায় 7,040mAh ব্যাটারি, 11 ইঞ্চি স্ক্রিন, ডলবি সাউন্ডের ট্যাব লঞ্চ করল Motorola
  3. গল্প নয় সত্যি! Flipkart-এর সেলে 39,999 টাকায় বিক্রি হবে iPhone 14, এমন সুযোগ একবারই
  4. ভারতে এল Samsung-এর সবচেয়ে সস্তা প্রিমিয়াম ট্যাবলেট Galaxy Tab S10 Lite
  5. বাজেটে প্রিমিয়াম ফোন চাই? পুজোর আগে Samsung Galaxy S24 Ultra অর্ধেকেরও কম দামে মিলতে পারে
  6. উন্নত প্রযুক্তি ও দুর্ধর্ষ ক্যামেরায় ঝড় তুলবে Vivo X300 সিরিজ, ফাঁস লঞ্চের তারিখ
  7. 50,000 টাকার উপর দাম কমল! Flipkart সেলে রেকর্ড ছাড়ে iPhone 16 Pro Max
  8. iPhone 17 অতীত, এবার Oppo Find X9 সিরিজের লঞ্চ, ব্যাটারি-ক্যামেরায় বড় চমক
  9. iPhone 17 সিরিজের পর বাজার কাঁপাতে আসছে Xiaomi 16, ফিচার্স তাজ্জব করবে
  10. iPhone 17-এর স্বাদ কম দামে মেটাবে Samsung Galaxy S25 FE, ভারতে আসার আগেই দাম ফাঁস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.