ভারতে Asus ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে। এই দামে 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টে এই স্মার্টফোন পাওয়া যাবে। 4GB RAM/ 64GB স্টোরেজে Asus ZenFone Max Pro M2 কিনতে খরচ হবে 14,999 টাকা।
 
                ভারতে Asus ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে
গত সপ্তাহে ভারতে এসেছিল Asus ZenFone Max Pro M2। একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছিল ZenFone Max M2। মঙ্গলবার বিক্রি শুরু হল ZenFone Max Pro M2। Asus ZenFone Max Pro M2 ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট। ফোনের সেলফি ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ।
আরও পড়ুন: Asus ZenFone Max Pro M2 রিভিউ
ভারতে Asus ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে। এই দামে 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টে এই স্মার্টফোন পাওয়া যাবে। 4GB RAM/ 64GB স্টোরেজে Asus ZenFone Max Pro M2 কিনতে খরচ হবে 14,999 টাকা। দুটি আলাদা রঙে মঙ্গলবার Flipkart এ বিক্রি শুরু হবে Asus ZenFone Max Pro M2। দুপুর 12টায় শুরু হবে সেল।
ডুয়াল সিম Asus ZenFone Max Pro M2 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে রয়েছে 12MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। 12MP প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX486 সেন্সার। ডেপ্ত সেন্সিং এর জন্য ব্যবহার হবে এই ফোনের সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। সামনে ও পিছনে ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ।
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max Pro M2 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। Asus ZenFone Max Pro M2 ফোনের ব্যাটারি 5,000 mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
 Samsung and Nvidia Partner to Build an AI Megafactory to Automate Manufacturing
                            
                            
                                Samsung and Nvidia Partner to Build an AI Megafactory to Automate Manufacturing
                            
                        
                     Samsung Galaxy Book 6 Pro Allegedly Listed on Geekbench With Intel Core Ultra 5 SoC, 32GB of RAM
                            
                            
                                Samsung Galaxy Book 6 Pro Allegedly Listed on Geekbench With Intel Core Ultra 5 SoC, 32GB of RAM
                            
                        
                     OpenAI Tells Users to Pay for Extra AI Video Generations on the Sora App
                            
                            
                                OpenAI Tells Users to Pay for Extra AI Video Generations on the Sora App
                            
                        
                     Google Pixel 10 Pro, Galaxy Z Fold 7 Offer Better Scam, Fraud Protection Than iPhone 17 Pro: Study
                            
                            
                                Google Pixel 10 Pro, Galaxy Z Fold 7 Offer Better Scam, Fraud Protection Than iPhone 17 Pro: Study