দুর্দান্ত হেডফোন তৈরীর জন্যই জনপ্রিয় Audio-Technica। কম দাম থেকে প্রিমিয়াম সেগন্টে ভারতে বিভিন্ন অডিও প্রোডাক্ট বিক্রি করে জাপানের কোম্পানিটি। এবার ভারতে নতুন ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করল Audio-Technica। ভারতে নতুন Audio-Technica ATH-CK200BT ওয়্যারলেস ইয়ারফোনের দা, 4,890 টাকা। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইনে বিক্রি শুরু হয়েছে এই ইয়ারফোন।
4,890 টাকা দামে ভারতে ATH-CK200BT লঞ্চ হলেও অনলাইনে 4,000 টাকার কম দামে এই ইয়ারফোন পাওয়া যাচ্ছে। এই ইয়ারফোনের দুটি বাড কেবেলের মাধ্যমে যুক্ত। একাধিক রঙে পাওয়া যাবে নতুন এই ইন ইয়ার ইয়ারফোন।
Audio-Technica ATH-CK200BT তে রয়েছে 9 মিমি ডাইনামিক ড্রাইভার। এক চার্জে 7 ঘন্টা চলবে এই ইয়ারফোন। Micro-USB পোর্টের মাধ্যমে এই ডিভাইস চার্জ হবে। বাক্সের সাথে থাকবে একটি Micro-USB কেবেল আর বিভিন্ন সাইজেরসিলিকন ইয়ার টিপ।
Audio-Technica ATH-CK200BT ভারতে OnePlus Bullets Wireless 2 এর সাথে কড়া প্রতিযোগীতার সম্মুখীন হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন