4,890 টাকা দামে ভারতে ATH-CK200BT লঞ্চ হলেও অনলাইনে 4,000 টাকার কম দামে এই ইয়ারফোন পাওয়া যাচ্ছে। এই ইয়ারফোনের দুটি বাড কেবেলের মাধ্যমে যুক্ত।
ATH-CK200BT ইয়ারফোনে রয়েছে ওয়্যারলেস ইন-ইয়ার ডিজাইন
দুর্দান্ত হেডফোন তৈরীর জন্যই জনপ্রিয় Audio-Technica। কম দাম থেকে প্রিমিয়াম সেগন্টে ভারতে বিভিন্ন অডিও প্রোডাক্ট বিক্রি করে জাপানের কোম্পানিটি। এবার ভারতে নতুন ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করল Audio-Technica। ভারতে নতুন Audio-Technica ATH-CK200BT ওয়্যারলেস ইয়ারফোনের দা, 4,890 টাকা। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইনে বিক্রি শুরু হয়েছে এই ইয়ারফোন।
4,890 টাকা দামে ভারতে ATH-CK200BT লঞ্চ হলেও অনলাইনে 4,000 টাকার কম দামে এই ইয়ারফোন পাওয়া যাচ্ছে। এই ইয়ারফোনের দুটি বাড কেবেলের মাধ্যমে যুক্ত। একাধিক রঙে পাওয়া যাবে নতুন এই ইন ইয়ার ইয়ারফোন।
Audio-Technica ATH-CK200BT তে রয়েছে 9 মিমি ডাইনামিক ড্রাইভার। এক চার্জে 7 ঘন্টা চলবে এই ইয়ারফোন। Micro-USB পোর্টের মাধ্যমে এই ডিভাইস চার্জ হবে। বাক্সের সাথে থাকবে একটি Micro-USB কেবেল আর বিভিন্ন সাইজেরসিলিকন ইয়ার টিপ।
Audio-Technica ATH-CK200BT ভারতে OnePlus Bullets Wireless 2 এর সাথে কড়া প্রতিযোগীতার সম্মুখীন হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
All India Rankers Now Streaming on Netflix: What You Need to Know
Andhra King Taluka OTT Release: When and Where to Watch Ram Pothineni’s Telugu Film