মঙ্গলবার ভারতে আসছে Honor 9X Pro। এই ফোনে থাকছে Kirin 810 চিপসেট। সঙ্গে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা ও 4,000 mAh ব্যাটারি। ফেব্রুয়ারিতে Honor View 30'র সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছিল Honor 9X Pro। এবার ভারতে আসছে এই ফোন।
সম্প্রতি টুইটারে এক পোস্টে ভারতে Honor 9X Pro লঞ্চের খবর নিশ্চিত করেছে চিনের কোম্পানিটি। এই ফোনে থাকছে 7nm Kirin 810 চিপসেট। ভারতে 15,000 টাকা থেকে 20,000 টাকা দামে এই ফোন লঞ্চ হতে পারে।
Xcited to announce that our first #HONOR smartphone that is pre-installed with the new #AppGallery with 7nm Kirin 810 chipset - #HONOR9XPro – is coming to you on May 12th. #UpForXtraordinary Stay tuned for more updates. pic.twitter.com/dicV5Qx4Ke
— Honor India (@HiHonorIndia) May 9, 2020
Honor 9X Pro ফোনে একটি 6.59 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Kiri 810 চিপসেট, 6GB RAM আর 256GB স্টোরেজ।
এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 9X Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। Honor 9X Pro ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন