আসতে চলেছে Honor Magic 7 সিরিজের সম্পূর্ণ নতুন ডিজাইনের দুটি ফোন

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 21 অগাস্ট 2024 11:32 IST
হাইলাইট
  • চলতি বছরের নভেম্বর মাসে লঞ্চ হতে পারে Honor Magic 7 সিরিজের ফোনগুলি।
  • সম্ভবত এটি একটি বেস এবং একটি প্রো ভেরিয়েন্ট রূপে আবির্ভূত হবে।
  • হ্যান্ডসেটগুলি একটি Snapdragon 8 Gen 2 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

বর্তমান সময়ে Honor কোম্পানী একটি নাম করা কোম্পানী। তাদের বিভিন্ন সেটের মাধ্যমে তারা সুখ্যাতি অর্জন করেছে। সেইরকমই ভারতে সাম্প্রতিক কালে Honor কোম্পানীর Magic 6 Pro 5G হ্যান্ডসেটটি উপস্থাপিত করা হয়েছে। বিগত জানুয়ারি মাসে চীনে Honor Magic 6 হ্যান্ডসেট এর পাশাপাশি Honor Magic 6 Pro হ্যান্ডসেটটি প্রকাশিত  হয়েছিল।  

অন্যদিকে গোপন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছিলো যে, Honor কোম্পানী নতুন দুটি হ্যান্ডসেট লঞ্চ হতে পারে। এগুলি Honor Magic 7 এবং Honor Magic 7 Pro এর প্রকারভেদে আসতে পারে।একজন টিপস্টার Honor Magic 7 Pro হ্যান্ডসেটের একটি ছবি এবং কিছু তথ্য প্রকাশ করেছেন। তার প্রকাশিত তথ্যের উপর নির্ভর করে ফোনটির ক্যামেরার বৈশিষ্ট্য এবং অন্যান্য কিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছে। 

Honor Magic 7 Pro হ্যান্ডসেটটির আনুমানিক ডিজাইন, ক্যামেরার বিবরণ : 

Magic 7 Pro-এর যে ডিজাইনটি ফাঁস করা হয়েছিল সেটি বর্তমানে X প্ল্যাটফর্মের(@রোডেন্ট 950) মাধ্যমে টিপস্টারের পক্ষ থেকে উপস্থাপিত করা হয়েছে। 

উপস্থাপিত ছবিটিতে ফোনটির পিছনের অংশ দেখা যাচ্ছে। যেটি দেখে মনে হচ্ছে পিছনের অংশটি সাদা রঙের মার্বেলের ছাঁচ দ্বারা গঠিত।এছাড়াও পিছনের ক্যামেরাগুলি একত্রে একটি চতুষ্কোণ অংশের মধ্যে সাজানো আছে।ছবি অনুযায়ী ফোনটির ক্যামেরাটি একটি LED ফ্ল্যাশ ইউনিটের পাশাপাশি তিনটি সেন্সর সহ গঠিত হয়েছে। 

টিপস্টারের পক্ষ থেকে বলা হয়েছে যে, Honor Magic 7 প্রো হ্যান্ডসেটটিতে ক্যামেরার বক্সটির উপরের বাম কোণে লিডার সেন্সর, এলইডি ফ্ল্যাশ লাইট এবং রঙের তাপমাত্রা মাপক সেন্সর সংযুক্ত করা হয়েছে।এছাড়াও অনুমান করা হচ্ছে ফোনটির উপরের ডানদিকে, 200-মেগাপিক্সেল Samsung ISOCELL HP3 সেন্সর সহ একটি 180-মেগাপিক্সেল টেলিফটো সেন্সর উপস্থিত থাকতে পারে । 

Honor Magic 7 Pro ফোনটিতে ক্যামেরা বক্সটির নীচের বাম কোণে একটি 50-মেগাপিক্সেলের OV50K এর প্রধান ক্যামেরা এবং  নীচের ডান কোণে আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত 50-মেগাপিক্সেল ক্যামেরা  সজ্জিত থাকবে বলে জানা যাচ্ছে। 

Honor কোম্পানীর Honor Magic 7 সিরিজের স্মার্টফোনগুলির প্রত্যাশিত প্রকাশিত তারিখ: 

আশা করা যাচ্ছে চলতি বছরের নভেম্বর মাসে Honor কোম্পানীর Magic 7 সিরিজের হ্যান্ডসেটগুলি লঞ্চ হতে পারে। হ্যান্ডসেটগুলি Qualcomm-এর Snapdragon 8 Gen 4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হবে বলে অনুমান করা হচ্ছে। ফোনগুলি ট্যান্ডেম OLED ডিসপ্লে দ্বারা সজ্জিত হতে পারে। এবং ফোনগুলি 6,000 mAh+ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি দ্বারা চালিত হতে চলেছে।  এছাড়াও ভাবা হচ্ছে এটিতে একত্রে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad 5: খাতায় পেন দিয়ে লেখার মতো অভিজ্ঞতা দেবে ওপ্পোর নতুন ট্যাব, স্টুডেন্টদের জন্য গেমচেঞ্জার
  2. OnePlus Turbo 6 সিরিজ বাজার কাঁপিয়ে বিশাল 9000mAh ব্যাটারি ও 16GB র‍্যামের সাথে লঞ্চ হল
  3. 6,500mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরার সঙ্গে Poco M8 Pro 5G হাজির, নেটওয়ার্ক ছাড়াই করবে কল!
  4. Oppo Reno 15 সিরিজ ভারতে 200MP ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Poco M8 5G ভারতে 3D কার্ভড ডিসপ্লে ও 4K ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, প্রথম সেলে 3,000 টাকা ছাড়
  6. Oppo ও Realme বছরের শুরুতেই এক হওয়ার সিদ্ধান্ত নিল, ফোন বা সার্ভিস কি বন্ধ হয়ে যাবে?
  7. OnePlus 15T: ফের চমক ওয়ানপ্লাসের, আসছে 7,500mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের দুর্দান্ত ফোন
  8. Dubstep জলের দরে TWS ইয়ারবাডস ও ব্লুটুথ স্পিকার বাজারে আনল, দাম 500 টাকারও কম
  9. Motorola Signature স্মার্টফোন অনবদ্য ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 2033 সাল পর্যন্ত Android আপডেট পাবে
  10. iQOO Z11 Turbo: iQOO-এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন 15 জানুয়ারি লঞ্চ হচ্ছে, ফিচার্স পাগলা করবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.