বর্তমান সময়ে Honor কোম্পানী একটি নাম করা কোম্পানী। তাদের বিভিন্ন সেটের মাধ্যমে তারা সুখ্যাতি অর্জন করেছে। সেইরকমই ভারতে সাম্প্রতিক কালে Honor কোম্পানীর Magic 6 Pro 5G হ্যান্ডসেটটি উপস্থাপিত করা হয়েছে। বিগত জানুয়ারি মাসে চীনে Honor Magic 6 হ্যান্ডসেট এর পাশাপাশি Honor Magic 6 Pro হ্যান্ডসেটটি প্রকাশিত হয়েছিল।
অন্যদিকে গোপন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছিলো যে, Honor কোম্পানী নতুন দুটি হ্যান্ডসেট লঞ্চ হতে পারে। এগুলি Honor Magic 7 এবং Honor Magic 7 Pro এর প্রকারভেদে আসতে পারে।একজন টিপস্টার Honor Magic 7 Pro হ্যান্ডসেটের একটি ছবি এবং কিছু তথ্য প্রকাশ করেছেন। তার প্রকাশিত তথ্যের উপর নির্ভর করে ফোনটির ক্যামেরার বৈশিষ্ট্য এবং অন্যান্য কিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছে।
Magic 7 Pro-এর যে ডিজাইনটি ফাঁস করা হয়েছিল সেটি বর্তমানে X প্ল্যাটফর্মের(@রোডেন্ট 950) মাধ্যমে টিপস্টারের পক্ষ থেকে উপস্থাপিত করা হয়েছে।
উপস্থাপিত ছবিটিতে ফোনটির পিছনের অংশ দেখা যাচ্ছে। যেটি দেখে মনে হচ্ছে পিছনের অংশটি সাদা রঙের মার্বেলের ছাঁচ দ্বারা গঠিত।এছাড়াও পিছনের ক্যামেরাগুলি একত্রে একটি চতুষ্কোণ অংশের মধ্যে সাজানো আছে।ছবি অনুযায়ী ফোনটির ক্যামেরাটি একটি LED ফ্ল্যাশ ইউনিটের পাশাপাশি তিনটি সেন্সর সহ গঠিত হয়েছে।
টিপস্টারের পক্ষ থেকে বলা হয়েছে যে, Honor Magic 7 প্রো হ্যান্ডসেটটিতে ক্যামেরার বক্সটির উপরের বাম কোণে লিডার সেন্সর, এলইডি ফ্ল্যাশ লাইট এবং রঙের তাপমাত্রা মাপক সেন্সর সংযুক্ত করা হয়েছে।এছাড়াও অনুমান করা হচ্ছে ফোনটির উপরের ডানদিকে, 200-মেগাপিক্সেল Samsung ISOCELL HP3 সেন্সর সহ একটি 180-মেগাপিক্সেল টেলিফটো সেন্সর উপস্থিত থাকতে পারে ।
Honor Magic 7 Pro ফোনটিতে ক্যামেরা বক্সটির নীচের বাম কোণে একটি 50-মেগাপিক্সেলের OV50K এর প্রধান ক্যামেরা এবং নীচের ডান কোণে আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত 50-মেগাপিক্সেল ক্যামেরা সজ্জিত থাকবে বলে জানা যাচ্ছে।
আশা করা যাচ্ছে চলতি বছরের নভেম্বর মাসে Honor কোম্পানীর Magic 7 সিরিজের হ্যান্ডসেটগুলি লঞ্চ হতে পারে। হ্যান্ডসেটগুলি Qualcomm-এর Snapdragon 8 Gen 4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হবে বলে অনুমান করা হচ্ছে। ফোনগুলি ট্যান্ডেম OLED ডিসপ্লে দ্বারা সজ্জিত হতে পারে। এবং ফোনগুলি 6,000 mAh+ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি দ্বারা চালিত হতে চলেছে। এছাড়াও ভাবা হচ্ছে এটিতে একত্রে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন