আজ সোমবার, চীনের বাজারে লঞ্চ হতে চলেছে-Honor Magic 7 RSR Porsche Design

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 24 ডিসেম্বর 2024 11:15 IST
হাইলাইট
  • Honor Magic 7 RSR Porsche Design-হ্যান্ডসেটটি সম্ভবত 100W-এর তারযুক্ত
  • হ্যান্ডসেটটিতে একটি 50 মেগাপিক্সেলের OV50K প্রধান ক্যামেরা থাকতে পারে
  • সম্ভবত হ্যান্ডসেটটি MagicOS 9-দ্বারা চালিত হবে

Honor Magic 7 RSR পোর্শে ডিজাইন একটি হেক্সাগোনাল রিয়ার ক্যামেরা মডিউল সহ আসবে

Photo Credit: Honor

আজ চীনের বাজারে লঞ্চ হতে চলেছে Honor Magic 7 RSR Porsche Design। যদিও কোম্পানি পূর্বে ফোনটির ডিজাইন এবং মূল বৈশিষ্ট্যগুলিও আংশিক প্রকাশ করেছিল, বর্তমানে লঞ্চের আগেই একজন টিপস্টার এটির সম্ভাব্য ক্যামেরা স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছে। পূর্বের ফাঁস হওয়া তথ্যে এটির কাঠামো, ডিসপ্লে এবং ব্যাটারীর বিবরন সম্পর্কেও বলা হয়েছিল। আসন্ন হ্যান্ডসেটটি Honor Porsche Design Magic 6 RSR-এর উত্তরসূরী হতে আসতে পারে, এবং এটি দেশের বাজারে অক্টোবর মাসে লঞ্চ হওয়া Honor Magic 7 সিরিজের সাথে যোগ হতে পারে।

Honor Magic 7 RSR Porsche Design-এর আনুমানিক ক্যামেরা এবং অন্যান্য বৈশিষ্ট্য:

Weibo-তে টিপস্টার ডিজিট্যাল স্টেশনের একটি পোস্ট অনুযায়ী, আশা করা যাচ্ছে Honor Magic 7 RSR Porsche Design- হ্যান্ডসেটে একটি f/1.4-f2.0 ফিজিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার সহ একটি 1/1.3 ইঞ্চির 50 মেগাপিক্সেলের OV50K প্রধান সেন্সর থাকতে পারে, 122ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এবং 25মিমির ম্যাক্রো মোড ক্যাপাসিটি যুক্ত একটি 50 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে।

এছাড়াও হ্যান্ডসেটটির জন্য বলা হয়েছিল যে, এটিতে একটি পেরিস্কোপ লেন্সের সাথে একটি 1/1.4 ইঞ্চির 200 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর থাকবে। আরো বলা হয়েছে যে, এটিতে OIS-এর সমর্থন থাকবে, এছাড়াও 3x পর্যন্ত অপটিক্যাল জুম, 100x ডিজিট্যাল জুম, f/1.88 অ্যাপারচার এবং একটি 1G+5P ফ্লোটিং পেরিস্কোপ স্ট্রাকচার থাকতে পারে। এটিতে সম্ভবত একটি ডুয়াল ইলেক্ট্রোম্যাগনেটিক মোটর, ALC কোটিং, একটি 1200-পয়েন্ট dTOF ফোকাস মডিউল এবং একটি ফ্লিকার সেন্সর থাকবে।

ইতিমধ্যেই কোম্পানি জানিয়েছে যে, Honor Magic 7 RSR Porsche Design-হ্যান্ডসেটটি প্রথম যা “ইন্ডাস্ট্রির প্রথম আল্ট্রা-লার্জ অ্যাপারচারের সাথে পেরিস্কোপ টেলিফোটো পেতে চলেছে, এছাড়াও এটি “ ইন্ডাস্ট্রির প্রথম ডুয়াল ইলেকট্রো ম্যাগনেটিক ফোকাস মোটর” পেতে চলেছে। ফোনটির আগামী 23সে ডিসেম্বর স্থানীয় সময় অনুযায়ী দুপুর 2টোর ( 4:30PM IST) সময় লঞ্চ হতে চলেছে।

পূর্বের একটি ফাঁস হওয়া তথ্যে হ্যান্ডসেটটির বিষয়ে বলা হয়েছিল যে, এটিতে সম্ভবত কোয়াড-কার্ভড ডিজাইন সমৃদ্ধ একটি 6.8ইঞ্চির 1.5K LTPO ডিসপ্লে থাকবে, যেটির রিফ্রেশ রেট 120Hz হবে।হ্যান্ডসেটে 50 মেগাপিক্সেলের সাথে একটি ToF 3D ডেপ্থ ক্যামেরা থাকতে পারে। আশা করা যাচ্ছে, এটি Android 15-ভিত্তিক MagicOS 9 দ্বারা চালিত হবে এবং এটি 100W-এর তারযুক্ত এবং 80W-এর তারবিহীন দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আজ Amazon Prime Day Sale 2025-এর শেষ দিন, দুর্দান্ত ছাড়ে কিনুন iPhone 16e
  2. 4K Vlog বানানোর ফোন iQOO Z10R শীঘ্রই দেশে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  3. Vivo X200 FE ভারতে 6,500mAh ব্যাটারি, দুর্ধর্ষ 50MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল
  4. স্মার্টফোনের ক্যামেরায় যুগান্তর! Samsung Galaxy S26 Ultra-তে Sony-র প্রথম 200MP সেন্সর
  5. Amazon Prime Day Sale 2025: প্রাইম ডে সেলে বিপুল ছাড়ে বিক্রি হচ্ছে Vivo ও iQOO, নতুন ফোন নেবেন নাকি
  6. Amazon Prime Day Sale 2025: ফোনের থেকেও সস্তায় মিলছে ট্যাব, অর্ধেকেরও কম দামে কেনার শেষ সুযোগ
  7. Amazon Prime Day Sale 2025: মেগা সেলে ল্যাপটপে 65 শতাংশ ছাড় দিচ্ছে অ্যামাজন
  8. Amazon Prime Day Sale 2025: প্রাইম ডে সেল শুরু হল, অবিশ্বাস্য ছাড়ে Samsung-এর ফোন বিক্রি হচ্ছে
  9. 21,999 টাকার হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে Nothing, কীভাবে পাবেন জেনে নিন
  10. Vivo T4R 5G মধ্যবিত্তের বাজেটে লঞ্চ হচ্ছে, জলে ভিজলেও কিস্যু হবে না, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.