Honor Play 70 Plus এর প্রধান আকর্ষণ 7,000mAh ব্যাটারি
Photo Credit: Honor
Honor Play 70 Plus লঞ্চ হয়ে গেল। এটি মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে একটি নয়া সংযোজন। ফোনটির প্রধান আকর্ষণ হল 7,000mAh ক্ষমতার পাওয়ারফুল ব্যাটারি যা এক চার্জে 23 ঘন্টা পর্যন্ত ভিডিয়ো প্লেব্যাক টাইম প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ফোনটি Snapdragon 6s Gen 3 চিপসেটের সঙ্গে এসেছে। Honor Play 70 Plus এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP65 ডাস্ট-ওয়াটার রেজিট্যান্স, Gold লেবেল ফাইভ স্টার ড্রপ রেজিট্যান্স সার্টিফিকেশন, NFC, Histen 7.3 সাউন্ট সহ ডুয়াল স্টেরিও স্পিকার, 512 জিবি স্টোরেজ, 4x4 MIMO অ্যান্টেনা সাপোর্ট, AI নির্ভর এডিটিং টুল, ইত্যাদি।
ডুয়াল সিমের Honor Play 70 Plus-এ 6.77-ইঞ্চি TFT LCD ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ, পিক ব্রাইটনেস 720 নিট, ও রেজোলিউশন HD+ (720x1610) পিক্সেল। এটি আই প্রোটেকশন ফিচারের সাথে এসেছে। অতিরিক্ত স্থায়িত্বের জন্য অ্যালুমিনোসিলিকেট গ্লাস দ্বারা সুরক্ষিত। ফোনটির অভ্যন্তরে স্ন্যাপড্রাগন 6s Gen 3 চিপসেট এবং Adreno A619 জিপিইউ রয়েছে। চিপটি 12 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে যুক্ত।
অনার প্লে 70 প্লাস এর পিছনে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা রয়েছে, যা FHD (1080P) ভিডিও রেকর্ডিং ও 8x পর্যন্ত ডিজিটাল জুম করতে সক্ষম। সামনের দিকে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটি জেশ্চার এবং ভয়েস অ্যাক্টিভেটেড ফটোগ্রাফির সুবিধা প্রদান করে। আবার AI এলিমিনেট এবং AI এক্সপ্যান্ড ইমেজের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এডিটি ফিচার্স পাওয়া যায়। ফোনটিতে ফেস রিকগনিশন সাপোর্টও আছে।
অনারের নতুন হ্যান্ডসেটটি Android 15 নির্ভর MagicOS 9.0 অপারেটিং সিস্টেমে চলে এবং ফেস আনলক, অ্যাপ ক্লোনিং, ই-বুক মোড, স্মার্ট ক্যাপসুল ও নাকল স্ক্রিনশটের মতো ফিচার্স অফার করে। স্মার্টফোনটিতে 7,000mAh লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি রয়েছে যা 45W দ্রুত চার্জিং সাপোর্ট করে। ব্যাটারিটি একবার চার্জে 23 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম এবং 12 ঘন্টা পর্যন্ত ভিডিও কলিং টাইম অফার করে বলে দাবি করা হয়েছে। অনার আরও জানিয়েছে, ব্যাটারিটি 5 বছর বা 60 মাস ব্যবহার করার পরেও ভালো অবস্থায় থাকবে।
চীনে Honor Play 70 Plus এর দাম শুরু হচ্ছে 1,399 ইউয়ান (প্রায় 17,000 টাকা) থেকে, যা 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, 12 জিবি র্যাম এবং 512 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,599 ইউয়ান (প্রায় 19,000 টাকা)। এটি জেড ড্রাগন স্নো, ফ্যান্টম নাইট ব্ল্যাক, কুইকস্যান্ড পিঙ্ক এবং জিয়াওশানকিং (চীনা থেকে অনুবাদ) রঙে উপলব্ধ। ফোনটি ভারতে কবে লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.