সস্তায় গেমিং ফোনের স্বপ্নপূরণ করতে লঞ্চ হল Infinix GT 30 Pro 5G, সেলে 2,000 টাকা ছাড়

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 12 জুন 2025 14:15 IST
হাইলাইট
  • Infinix GT 30 Pro 5G একটি নতুন গেমিং ফোন যা মিড-প্রিমিয়াম সেগমেন্টকে লক্ষ
  • স্মার্টফোনটিতে সেগমেন্ট ফাস্ট GT শোল্ডার ট্রিগার ও 120FPS BGMI সাপোর্ট রয
  • 30W ওয়্যারলেস চার্জিং, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও 108-মেগাপিক্সেল

Infinix GT 30 Pro 5G ব্লেড হোয়াইট এবং ডার্ক ফ্লেয়ার রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।

Photo Credit: Infinix

ফ্রি ফায়ার-বিজিএমআই এর যুগে এখন মোবাইলেই গেম খেলতে ভালবাসে নতুন প্রজন্ম। তবে গেমিংয়ের সর্বোত্তম অভিজ্ঞতার স্বাদ নিতে চাই এমন এক স্মার্টফোন, যা দুর্দান্ত পারফরম্যান্সে মাতিয়ে রাখার পাশাপাশি ফিচার্সের নিরিখেও মন জয় করতে সিদ্ধহস্ত। ইনফিনিক্স আজ এই দুই মানদন্ডের সেরা মিশেলে একটি দারুণ গেমিং স্মার্টফোন নিয়ে ভারতে হাজির হয়েছে। নতুন মডেলটির নাম Infinix GT 30 Pro 5G। সেগমেন্টের প্রথম শোল্ডার গেমিং ট্রিগার এবং ক্রাফ্টন অনুমোদিত 120FPS (ফ্রেম পার সেকেন্ড) BGMI গেম খেলার সাপোর্ট নয়া ফোনটির অন্যতম আকর্ষণ। এছাড়া, গেমিং মোড, XBoost গেমিং ইঞ্জিন, ছয়-স্তরীয় থ্রিডি ভেপার চেপার কুলিং সিস্টেম, ডেডিকেটেড ই-স্পোর্ট মোড, AMOLED ডিসপ্লে, ও 108 মেগাপিক্সেল ক্যামেরার মতো বৈশিষ্ট্য রেখেছে কোম্পানি। Cyber Mecha ডিজাইন Infinix GT 30 Pro 5G এর নান্দনিকতায় আলাদা মাত্রা যোগ করেছে।

ভারতে Infinix GT 30 Pro 5G ফোনের দাম 

অনলাইনে গেমিং ফোনটির বিক্রির দায়িত্বে ফ্লিপকার্ট। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটিতে Infinix GT 30 Pro 5G এর 8 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 24,999 টাকা। তবে খুশির খবর হল, লঞ্চ অফার হিসাবে সেলের প্রথম দিনে এই মডেলটি 22,999 টাকায় পকেটস্থ করা যাবে। অন্যদিকে, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের জন্য 26,999 টাকা খরচ করতে হবে।

এই হ্যান্ডসেটটি 12 জুন দুপুর 12টা থেকে ফ্লিপকার্টে উপলব্ধ হবে। ইনফিনিক্স ব্লেড হোয়াইট এবং ডার্ক ফ্লেয়ার নামের দুটি রঙের বিকল্প রেখেছে। কালার ছাড়া দুই অপশনের মধ্যে পার্থক্য হল, প্রথমটির পিছনে সাদা LED লাইট প্যানেল রয়েছে, যেখানে দ্বিতীয়টি RGB LED লাইট অফার করে।

Infinix GT 30 Pro 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

ডিসপ্লে ভালো না হলে গেম খেলার আনন্দই নষ্ট। তাই Infinix GT 30 Pro 5G একটি 6.78-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 1.5K রেজোলিউশন (1224x2720 পিক্সেল) 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট, 2,160Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, ও সর্বোচ্চ 4,500 nits ব্রাইটনেস সমর্থন করে। ডিসপ্লে প্যানেলটি অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার, কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন, এবং চোখ ভাল রাখতে TÜV Rheinland এর ফ্লিকার-ফ্রি  সার্টিফিকেশন অফার করে।

চটপট কাজ করতে না পারলে গেমিং ফোনের মূল্য নেই। তাই Infinix GT 30 Pro 5G বিশ্বের প্রথম MediaTek Dimensity 8350 Ultimate প্রসেসর দ্বারা পরিচালিত। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1.5+ মিলিয়নের বেশি স্কোর করে দক্ষতার পরিচয় দিয়েছে। একইসাথে, LPDDR5X র‍্যাম ও UFS 4.0 স্টোরেজের মেলবন্ধন গেমিং এক্সপিরিয়েন্সে নতুন মাত্রা আনবে। এটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক XOS 15 কাস্টম স্কিনে চলে। এতে AI Note, Follax এবং Writing Assistant এর মতো Infinix AI স্যুট বর্তমান। এছাড়া, গুগলের Circle to Search সহ আরও অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে।

ফটোগ্রাফির প্রসঙ্গে বললে, Infinix GT 30 Pro 5G একটি 108-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি 8-মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে 13-মেগাপিক্সেলের একটাই সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি থাকছে যা 45W ওয়্যার্ড (তারযুক্ত) ও 30W ওয়্যারলেস (তারমুক্ত ) চার্জিং সমর্থন করে। আবার এটি 10W তারযুক্ত এবং 5W তারমুক্ত রিভার্স চার্জিং সাপোর্ট করে।

নিরাপত্তার জন্য, ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হ্যান্ডসেটটি হাই-রেস অডিও সাপোর্ট সহ ডুয়াল স্পিকার দিয়ে সজ্জিত। সিপিইউ, জিপিইউ, ও ব্যাটারি থেকে তাপ বের করে দেওয়ার জন্য 5400 স্কোয়ার মিলিমিটারের ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করেছে কোম্পানি। এটি দুটি কপার ফয়েল, তিনটি গ্রাফাইট হিট ডিসিপেশন ফিল্ম, ও একটি থ্রিডি ভিসি নিয়ে গঠিত।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Cool gamer-centric design
  • GT Triggers make fun to game on
  • Bright and fast display
  • Smooth and fast software
  • Good for gaming
  • Bad
  • No official IP rating
  • Average cameras
 
KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 8350 Ultimate
Front Camera 13-megapixel
Rear Camera 108-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 5500mAh
OS Android 15
Resolution 1224x2720 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. নতুন বছরের আগে Apple-এর সবচেয়ে স্লিম আইফোনে ধামাকা অফার, দাম এত কমল জানলে চমকে উঠবেন
  2. 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার ঝকঝকে 5G ফোনের সেল শুরু, দাম শুনলে লাফাবেন
  3. Redmi K90 Ultra: 10000mAh ব্যাটারির বাহুবলী স্মার্টফোন আনছে রেডমি, ছাব্বিশে ঘটবে বিপ্লব
  4. West Bengal SIR Draft: স্মার্টফোনে এক ক্লিকেই নিজের নাম খসড়া ভোটার তালিকায় আছে কিনা দেখে নিন
  5. Realme Narzo 90 5G ও Narzo 90x 5G ভারতে 7,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, রয়েছে 50MP সেলফি ক্যামেরা
  6. Redmi ভারতে আনছে দুরন্ত স্মার্টফোন, 4 বছর পরেও ঝরঝরে পারফরম্যান্স মিলবে
  7. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও 10,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Lenovo Tab Plus, বিনামূল্যে মিলছে স্টাইলাস পেন
  8. Vivo S50 ও Vivo S50 Pro Mini বাজার কাঁপিয়ে লঞ্চ হল, ডিজাইন, সেরা ফিচার্সে বাজিমাত
  9. Oppo Reno 15c চমৎকার ফিচার্স নিয়ে হাজির, 50MP সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি রয়েছে
  10. Jio তিনটি নতুন রিচার্জ প্ল্যান আনল, সঙ্গে হটস্টার, হইচই, প্রাইম ভিডিও পুরো ফ্রি, দাম 103 টাকা থেকে শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.