6 মার্চ ভারতে লঞ্চ হবে Infinix S5 Pro। ইতিমধ্যেই নতুন ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে হংকংয়ের কোম্পানিটি। এই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে। অন্য এক রিপোর্ট থেকে জানা গিয়েছে 10,000 টাকার কম দামে ভারতে লঞ্চ হতে পারে Infinix S5 Pro।
টুইটারে এক ভিডিও টিজারে Infinix জানিয়েছে 6 মার্চ লঞ্চ হবে S5 Pro। এই ফোনে 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। Flipkart থেকে ভারতে এই ফোন কেনা যাবে। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গেই একটি এলইডি ফ্ল্যাশ থাকছে। এছাড়াও ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Catch the #PopOut specs of Infinix S5 Pro, launching on the 6th of March. #InfinixIndia #InfinixS5Pro pic.twitter.com/SPfYVGLho6
— InfinixIndia (@InfinixIndia) March 1, 2020
IANS এ প্রকাশিত পৃথক রিপোর্টে এই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছে। Infinix S5 Pro -তে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Infinix OS XOS 6.0 স্কিন চলবে। 2020 সালে এটাই ভারতে কোম্পানির প্রথম স্মার্টফোন লঞ্চ।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
2019 সালে ভারতে স্মার্টফোন বাজারে সাফল্যের মুখ দেখেছে Infinix। কোম্পানির জনপ্রিয় Hot সিরিজের ফোনগুলি দ্রুত গ্রাহকের মন জয় করেছিল। কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া' উদ্যোগে যোগ দিয়ে নয়ডার কারখানা থেকে স্মার্টফোন তৈরি করে Infinix। ভারতে Flipkart থেকেই Infinix স্মার্টফোন কেনা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন