10,000 টাকার মধ্যে 6,000mAh ব্যাটারির প্রথম 5G ফোন! বাজার কাঁপাবে iQOO Z10 Lite

বিজ্ঞাপন
আপডেট: 9 জুন 2025 12:36 IST
হাইলাইট
  • iQOO Z10 Lite 5G ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে
  • এটি আমাজনে পাওয়া যাবে ও 6,000mAh ব্যাটারি অফার করবে
  • iQOO Z10 Lite 5G এর দাম ভারতে 10,000 টাকার নিচে হবে

- iQOO Z10 Lite 5G Blue কালারে টিজ করা হয়েছে

Photo Credit: iQOO

iQOO Z10 Lite 5G এই মাসেই ভারতের বাজারে আসতে চলেছে। জুন মাস শুরু হতেই একে একে নতুন মডেল আনার ঘোষণা করছে স্মার্টফোন ব্র্যান্ডগুলি। এবার সেই তালিকায় নাম লেখালো ভিভোর এই জনপ্রিয় সাব-ব্র্যান্ড। iQOO Z10 Lite 5G এর লঞ্চের তারিখ প্রকাশ ছাড়াও, ডিজাইন আনুষ্ঠানিকভাবে সর্বসমক্ষে আনা হয়েছে। ব্যাটারির ক্ষমতাও ঘোষণা করা হয়েছে। এটি iQOO Z10 সিরিজের তৃতীয় মডেল হবে। এই লাইনআপের প্রথম দুটি মডেল iQOO Z10 এবং iQOO Z10x এপ্রিলে লঞ্চ হয়েছে। iQOO Z10 মডেলে 7,300mAh ব্যাটারি রয়েছে ও Z10X অফার করে 6,500mAh ব্যাটারি। আসন্ন Z10 Lite ভেরিয়েন্ট 6,000mAh ব্যাটারি পাবে বলে নিশ্চিত করা হয়েছে।

iQOO Z10 Lite 5G ভারতে কবে লঞ্চ হবে

কোম্পানি তাদের অফিসিয়াল X (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, iQOO Z10 Lite 5G ভারতে জুন 18 লঞ্চ হবে। তারা দাবি করেছে, হ্যান্ডসেটটি এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি-সহ আসবে। ফোনটির দাম ভারতে 10,000 টাকার নিচে হবে রাখা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অ্যামাজনে একটি মাইক্রোসাইট লাইভ হয়ে সেখানে ডিভাইসটির লভ্যতা নিশ্চিত করেছে।

পোস্টটিতে আরও বলা হয়েছে যে, 10,000 টাকার সেগমেন্টে iQOO Z10 Lite প্রথম 6,000mAh ব্যাটারির 5G স্মার্টফোন হবে। অফিসিয়াল টিজার ফোনটির পিছনের প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপের উপস্থিতি নিশ্চিত করেছে। প্যানেলের উপরের বাম কোণে একটি পিল-আকৃতির মডিউলের মধ্যে দুটি বৃত্তাকার ক্যামেরা লম্বালম্বি সাজানো আছে।

iQOO Z10 Lite 5G এর উপরের প্রান্তে একটি স্পিকার গ্রিল দৃশ্যমান। ডান প্রান্তে ভলিউম কী ও পাওয়ার বোতাম রয়েছে। জানিয়ে রাখি, iQOO Z10x 5G এর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,499 টাকা, যেখানে iQOO Z10 5G এর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 21,999 টাকা থেকে শুরু। ফোন দুটিতে যথাক্রমে Snapdragon 7s Gen 3 এবং MediaTek Dimensity 7300 চিপসেট রয়েছে।

Z10 এর ব্যাটারি ক্যাপাসিটি 7,300mAh। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং সামনে একটি 32 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। ডিসপ্লেটি 6.77 ইঞ্চির 120hz রিফ্রেশ রেটযুক্ত AMOLED প্যানেল। Z10x ভেরিয়েন্টে 6,500mAh ব্যাটারি রয়েছে। এটি 6.72 ইঞ্চি IPS LCD ডিসপ্লের সাথে এসেছে যা 120hz রিফ্রেশ রেট ও 1050 nis পিক ব্রাইটনেস সমর্থন করে।

এছাড়া, স্মার্টফোনটিতে IP64 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স, Android 15 অপারেটিং সিস্টেম, 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, 8 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা, 4K ভিডিয়ো রেকর্ড করার সুবিধা, স্টিরিও স্পিকার, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও 44W ফাস্ট চার্জিং সাপোর্ট উপলব্ধ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iQOO Z10 Lite, iQoo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ক্যামেরায় দুর্দান্ত, পারফরম্যান্স অদ্বিতীয়, OnePlus 13-এর দাম 10,000 টাকা কমল
  2. Flipkart Festive Dhamaka Sale: ফ্লিপকার্টে শুরু ফেস্টিভ ধামাকা সেল, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়
  3. 6,999 টাকার ফোনে 6 বছর পর্যন্ত Android আপডেট, বড় চমক নিয়ে ভারতে হাজির Samsung Galaxy M07
  4. Upcoming Smartphones in October 2025: অক্টোবরে ধামাকা, বাজার কাঁপাতে আসছে ভিভো, ওয়ানপ্লাসরা
  5. Lava Agni 4: চাইনিজ ব্র্যান্ডদের ঘোল খাইয়ে ছাড়বে স্বদেশি স্মার্টফোন, আসছে লাভা অগ্নি 4
  6. iQOO 15 তুখোড় ফিচার্সের সঙ্গে নভেম্বরে ভারতে লঞ্চ হতে পারে, দাম নিয়ে বড় খবর
  7. 4G চালুর পর ধামাকা অফার আনল BSNL, 225 টাকায় সারা মাস 75 জিবি ডেটা ও যত খুশি কথা
  8. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  9. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
  10. অফার ছাড়াই Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল, কিনবেন নাকি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.